প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০২:০৭
মতলব উত্তর কলসভাঙ্গা হাফেজিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল

মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম কলসভাঙ্গা আসহাবে সুফফা ক্যাডেট মাদ্রাসা ও নাছিমা খাতুন হাফেজিয়া এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
শনিবার (২২ মার্চ ২০২৫) মো. সৈয়দ আহমেদ (বুলবুল) মাস্টারের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, মতলব ডক্টরস ফোরামের আহ্বায়ক, ড্যাব সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে (মতলব উত্তর ও দক্ষিণ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. আনিসুল আউয়াল। বক্তব্য রাখেন মো. মনির হোসেন মাস্টার।
দোয়া মোনাজাত পরিচালনা করেন পশ্চিম কলসভাঙ্গা আসহাবে ছুফফা ক্যাডেট মাদ্রাসা ও নাছিমা খাতুন হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ক্বারী মুফতি মোহাম্মদ আরিফুল ইসলাম জিহাজী। অনুষ্ঠানে মাদ্রাসার কোমলমতি শিশুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
ডিসিকে /
এমজেডএইচ