শনিবার, ২২ মার্চ, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ০২:২৩

মসজিদে শিশুদের নিষ্পাপ কাণ্ড

আব্দুল মান্নান সিদ্দিকী, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার একটি মসজিদে তারাবির নামাজ চলাকালীন এক মজার ঘটনা ঘটেছে। ২১ মার্চ (শুক্রবার) এশার নামাজের পর তারাবির সময় দুটি শিশু মসজিদের ভেতরে রাখা দোয়া মাহফিলে আনীত তবারকের একটি প্যাকেট সামনে পেয়ে যায়।

ইমাম সাহেব যখন নামাজের নিয়ত বাঁধেন, তখনই সুযোগ বুঝে শিশু দুটি তবারকের প্যাকেট খুলে দ্রুত মিষ্টি খেতে শুরু করে। এক মুসল্লির চোখে পড়লে তিনি শিশু দুটিকে ধমক দিয়ে থামিয়ে দেন।

নামাজ শেষে মসজিদের পেশ ইমাম মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, “শিশুরা নিষ্পাপ। তারা কোনো অবস্থাতেই দোষী নয়। এটি তাদের স্বাভাবিক কাণ্ড। আমাদের দায়িত্ব হলো শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করা ও নৈতিক শিক্ষা দেওয়া, যাতে ভবিষ্যতে তারা সঠিক পথ অনুসরণ করতে পারে।”

বক্তব্যে ইমাম আরও বলেন, শিশুদের প্রতি ধৈর্যশীল হওয়া এবং ভালো-মন্দের শিক্ষা দেওয়া আমাদের পারিবারিক ও সামাজিক দায়িত্ব। মসজিদ শুধু ইবাদতের জায়গা নয়, এটি নৈতিক শিক্ষার অন্যতম কেন্দ্রস্থল।

এই ঘটনাটি মসজিদে উপস্থিত মুসল্লিদের মধ্যে একধরনের অনুভূতি সৃষ্টি করে এবং সবাই শিশুর প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়