শুক্রবার, ২১ মার্চ, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ০২:২৭

টমেটো নিয়ে বিপাকে ফরিদগঞ্জের চাষিরা!

জমিতেই পচে গলে নষ্ট হচ্ছে

এমরান হোসেন লিটন
জমিতেই পচে গলে নষ্ট হচ্ছে

টমেটো নিয়ে বিপাকে পড়েছেন ফরিদগঞ্জের চাষিরা। টমেটোর বাম্পার ফলন হলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষক। এতে করে ক্ষেতেই টমেটো পচে গলে নষ্ট হয়ে যাচ্ছে।

ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তার পাশ থেকে বিভিন্ন জমিতে দেখা যায় জমিতেই নষ্ট হয়ে যাচ্ছে টমেটো। কৃষকরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকার কারণে এ বছর ব্যাপক হারে টমেটো হয়েছে। যার কারণে এ বছর টমেটো নিয়ে বিপদে পড়েছি আমরা। অন্যদিকে কৃষি অফিস বলছে, টমেটোর বীজসহ বিভিন্ন ধরনের ফসলাদির বীজ ও সার বিনামূল্যে বিতরণ করায় উপজেলার অনেকেই কৃষি আবাদের দিকে ঝুঁকেছেন।

মদনেরগাঁও গ্রামের এক টমেটো চাষি বলেন, আমি ৫০ শতক জমিতে টমেটোর আবাদ করেছি। প্রথম দিকে ভালো দাম পেলেও এখন কেউ কিনছে না। টমেটো নিয়ে বাজারে গেলে কেউ কিনছে না। খরচের তুলনায় কিছুই পাওয়া যাচ্ছে না। বাজারে নিয়ে গেলেও এগুলো বিক্রি করতে না পারলে বাজারের ড্রেনে ফেলতে হয়। নয়তো গাড়ি ভাড়া দিয়ে আবার বাড়িতে আনতে হয়।

বালিথুবার টমেটো চাষি শাহাজাহান বলেন, বাজারে টমেটো নিয়ে গেলে অটো খরচও উঠে না। শ্রমের মূল্য তো দূরের কথা, টমেটো চাষ করে এখন বিপদে পড়েছি।

পাইকপাড়ার টমেটো চাষী মাহবুব নামের একজন বলেন, টমেটোর ফলন খুব বেশি হওয়ায় তার জমিতে গাছের বেড়া ভেঙ্গে পড়েছে। গত বছরও এ সময় টমেটোর কেজি ছিল ২০ টাকা। কিন্তু এ বছর ২০ কেজি ১০০ টাকায় বিক্রি করতে পারিনি। এখন জমিতেই টমেটো পচে নষ্ট হয়ে যাচ্ছে।

লোহাগড়ের জাহাঙ্গীর বলেন, তার টমেটো চাষে এই বছর ৪৫ হাজার টাকার ওপরে খরচ হয়েছে। এখন পর্যন্ত ৯ হাজার ৫০০ টাকা বিক্রি করেছেন। বিক্রি না হওয়ায় টমেটো সব জমিতেই পচে নষ্ট হচ্ছে এবং বিভিন্ন জাতের পাখি টমেটো খুব আনন্দের সাথে খেয়ে নিচ্ছে। বর্তমানে তিনি ২০ থেকে ২৫ কেজি টমেটো বিক্রি করছেন ১০০ টাকায়। এ পর্যন্ত তার প্রায় ১শ' মণের ওপরে টমেটো নষ্ট হয়েছে বলে তিনি জানান।

ফরিদগঞ্জ কৃষি অফিস বলছে, শুধু টমেটোই নয়, এ বছর কৃষকদের সুবিধার্থে আমরা বিভিন্ন ধরনের কৃষিবীজ ও সার বিনামূল্যে দিয়েছি। যার কারণে ফরিদগঞ্জে এ বছর বিভিন্ন কৃষিজাত পণ্য অধিক হারে উৎপন্ন হয়েছে। এতে করে বেচা-বিক্রি হয়তো কম, কিন্তু যারা কিনে খায় তারা খুবই ভালো আছেন। এছাড়া বিভিন্ন ধরনের বীজ ও সার বিনামূল্যে দেয়ার কারণে অকৃষকেরাও কম-বেশি ফসলাদি করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়