প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ১৯:৫৫
কুমিল্লা মহাতীর্থ চণ্ডীমুড়া সেবাশ্রমে গীতাযজ্ঞ ও মাসিক ভোগ শুক্রবারে

তাপস চন্দ্র সরকার
আসছে শুক্রবার (২১ মার্চ ২০২৫) প্রতি মাসের ন্যায় এই মাসেও বিশ্ব শান্তিকল্পে মানবকল্যাণ কামনায় কুমিল্লা লালমাই পাহাড়চূড়ায় অবস্থিত মহাতীর্থ চণ্ডীমুড়া সেবাশ্রমে মহা-গীতাযজ্ঞ, মাসিক ভোগ এবং দ্বি-প্রহরে আগত ভক্ত শ্রোতাদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
এই মহতী অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন মহাতীর্থ চণ্ডীমুড়া সেবাশ্রমের মঠাধ্যক্ষ শ্রী দুর্লভ চন্দ্র দাস।