প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ১৭:১৩
রিয়াদে নাট্য ব্যক্তিত্ব সেলিম আল দীনের স্মরণ সভা
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫) রাতে 'নাটক হোক সুস্থ সমাজের দর্পণ' এই স্লোগানকে সামনে রেখে সৌদি আরবের একমাত্র বাংলাদেশী সাংস্কৃতিক ও নাট্য সংগঠন রিয়াদ বাংলাদেশ থিয়েটারের উদ্যোগে বাংলা সাহিত্য সংস্কৃতির কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব সেলিম আল দীনের
|আরো খবর
১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়ের সঞ্চালনায় স্মরণ সভায় উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ থিয়েটারের উপদেষ্টা মোহাম্মদ এরশাদ আলী, আব্বাস উদ্দিন, সান সিটি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাখাওয়াত হোসেন আরমান, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সিনিয়র সহ-সভাপতি হাফিজুল ইসলাম পলাশ, কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান টিটু, মির্জা কামাল, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক নাঈম রহমান, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সহ সংগঠনের সদস্য এবং অভিভাবক বৃন্দ।
বক্তারা বলেন, দেশের গণ্ডি পেরিয়ে প্রায় ৬০০০ মাইল দূরে এসে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়েছে রিয়াদ বাংলাদেশ থিয়েটার। বাংলাদেশের প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব সেলিম আল দীনের ১৭তম মৃত্যুবার্ষিকী সহ প্রয়াত নাট্য ব্যক্তিত্বদের নিয়ে সংগঠনটি যে স্মরণ সভার আয়োজন করে চলছে, এটা সবাই করতে পারে না। সেলিম আল দীনের নাট্য জীবন নিয়ে বক্তারা ইতিহাস তুলে ধরেন। রিয়াদ বাংলাদেশ থিয়েটার প্রবাসের মাটিতে নিজস্ব গতিতে দেশীয় সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে মঞ্চ নাটকের মাধ্যমে। এটি সত্যিই প্রশংসার দাবি রাখে। আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন অতিথিরা।
ডিসিকে/এমজেডএইচ