শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ২০:৫৬

পুরাণবাজার ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতির স্মরণ সভা

পুরাণবাজার ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতির  স্মরণ সভা
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী পুরাণবাজার ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি অ্যাড. জামিল হায়দার বুলবুল স্মরণে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) বিকেলে বিদ্যালয় মাঠে সহকারী শিক্ষক মাকছুদুল মাওলার উপস্থাপনায় এবং প্রধান শিক্ষক তাছলিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দুলাল চন্দ্র গোস্বামী। বক্তব্য রাখেন শিক্ষক-অভিভাবক কমিটির সভাপতি কবি বিএম ওমর ফারুক, সহ-সভাপতি জাকির হোসেন খান শিপন, সদস্য সোলায়মান ঢালী, বিদ্যালয়ের সাবেক শিক্ষক ধ্রুবরাজ বণিক, সহকারী শিক্ষক হামিদা আক্তার, জামিল হায়দার বুলবুলের পুত্র আব্দুল্লাহ, অভিভাবক পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হোসাইন ও অভিভাবক বীথি চক্রবর্তী।

বক্তাগণ কৃতজ্ঞচিত্তে বিদ্যালয়ের প্রতি বুলবুল সাহেবের বিভিন্ন অবদান এবং আন্তরিকতার বিষয় তুলে ধরেন। বিশেষ করে ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পেছনে বুলবুল সাহেবের যে অসামান্য অবদান ছিলো সেই বিষয়টি তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ দিকে মরহুমের স্মরণে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোহাম্মদ হোসাইন।

উল্লেখ্য, অ্যাডভোকেট জামিল হায়দার বুলবুল পবিত্র রমজান মাসে ৯ মার্চ সকাল ১০টায় হৃদ্‌ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়