প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৯
শ্রীনগরে আবু হুরাইয়া (রাহ.) জামে মসজিদের মুয়াজ্জিনের জানাজা সম্পন্ন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্যবাগড়া আবু হুরাইয়া (রাহ.) জামে মসজিদের মুয়াজ্জিনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
২২ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় মসজিদ মাঠ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামত করেন উক্ত মসজিদের পেশ ইমাম।
জানাজায় উপস্থিত ছিলেন হাফেজ মজিবুর রহমান মেম্বার, বাগড়া তালুকদারবাড়ি জামে মসজিদের সেক্রেটারি আব্দুল আজিজ ব্যাপারী, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেনসহ এলাকার শত শত ধর্মপ্রাণ মুসল্লি।
নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় আব্দুস সালাম খান কবরস্থানে দাফন করা হয়।
প্রয়াত মুয়াজ্জিন দীর্ঘদিন আবু হুরাইয়া (রাহ.) জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বাগড়া তালুকদারবাড়ি জামে মসজিদে একই দায়িত্বে ছিলেন।
২২ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন।
ডিসিকে/এমজেডএইচ