প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৭
এম এ হান্নানকে মনোনয়ন প্রদানের দাবিতে শোল্লা বাজারে মিছিল

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক, চাঁদপুর জেলা বিএনপির ১নং সদস্য, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এম এ হান্নানকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রদানের দাবিতে সুবিদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শোল্লা বাজারে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে ইউনিয়নের শোল্লা আশেক আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে পার্শ্ববর্তী শোল্লা বাজারে গিয়ে বাজারের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে। পরে শোল্লা স্কুল অ্যান্ড কলেজ মাঠের উত্তর পাশের গেইটের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে মিছিলটি শেষ হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ৪ নং সুবিদপুর ইউনিয়নের দুবারের চেয়ারম্যান মো. মহাসিন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ফারুক হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খলিফা ও সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল সবুজ পাটোয়ারী।
বক্তারা বলেন, আলহাজ্ব এম এ হান্নান প্রায় দু যুগ ধরে বিএনপির ব্যানারে ফরিদগঞ্জ উপজেলায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও দান-অনুদান প্রদান করে আসছেন। তার নেতৃত্বে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন বর্তমানে ঐক্যবদ্ধ রয়েছে। বক্তারা আরও বলেন, আমরা ফরিদগঞ্জ উপজেলায় আলহাজ্ব এম এ হান্নানকে এমপি হিসেবে দেখতে চাই। বিএনপি থেকে তাকে নমিনেশন দেওয়া এখন সময়ের দাবি। এ দাবিতে ফরিদগঞ্জের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে মিছিল অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন খান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল বাশার টিটু, সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন মাঝি, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক শহীদ মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহছান হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমরান হোসেন, সদস্য সচিব মো. মোজাম্মেল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল কালাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রেদোয়ান হোসেন, উপজেলা যুবদল নেতা আল আমিন, মো. সোহেল, বিএনপি নেতা ইমাম হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক।