মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৯

যাত্রীবাহী লঞ্চে গর্ভবতী নারীর চিকিৎসা সহায়তায় কোস্টগার্ড

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
যাত্রীবাহী লঞ্চে গর্ভবতী  নারীর চিকিৎসা সহায়তায় কোস্টগার্ড

চাঁদপুরের দক্ষিণাঞ্চলের যাত্রীবাহী এক লঞ্চে গর্ভবতী নারীকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সোমবার জনৈকা গর্ভবতী নারী উন্নত চিকিৎসার জন্যে ভোলা হতে ‘মিতালী-৭’ নামক যাত্রীবাহী লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। মঙ্গলবার মধ্যরাত ১২টায় লঞ্চটি হরিণাঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। জীবনের ঝুঁকি দেখা দিলে তৎক্ষণাৎ রোগীর নিকটাত্মীয় কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-তে কল করে সহায়তা চান।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন চাঁদপুর হতে একটি মেডিকেল টিম তৎক্ষণাৎ অক্সিজেন সিলিন্ডারসহ হাইস্পিড বোটযোগে উক্ত লঞ্চে গমন করে। অতঃপর মেডিকেল টিম উক্ত নারীকে অক্সিজেন প্রদান করে এবং সদরঘাটে পৌঁছে দেয়।

তিনি আরও বলেন, জনগণের সেবায় কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়