মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৩

মৌলভীবাজারে এডাবের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ

মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারে এডাবের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ

মৌলভীবাজারে বাংলাদেশের শীর্ষ সমন্বয়কারী প্রতিষ্ঠান ও এনজিওদের মুখপাত্র অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সি ইন বাংলাদেশ-এডাবের ৩দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ হিড বাংলাদেশ প্রশিক্ষণ কক্ষে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সদন তুলে দেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। এ সময় তিনি সিলেট বিভাগের ৪ টি জেলাসহ মোট ৬টি জেলার ২৫ জন এনজিও প্রধানদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এস এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর। ৩দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এডাব মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক পরিতোষ দেব ও এডাব বিভাগীয় সমন্বয়কারী বাবুল আক্তার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়