প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ২১:৪৪
এম এম নুরুল হক স্কুলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা, শোক র্যালি ও বৃত্তি প্রদান

চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক এবং দানশীল ব্যক্তিত্ব মরহুম আলহাজ্ব এম এম নুরুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে র্যালি, স্মরণ সভা, দোয়া ও বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) দুপুর ১২টায় বিদ্যালয়ের মনজুরুল হক শোয়েব মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক ফয়েজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মনজুরুল হক শোয়েব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুম আলহাজ্ব এম এম নুরুল হকের সহধর্মিণী ও এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মনজুরা হক।
স্মরণ সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়নের কো-অর্ডিনেটর কফিল উদ্দিন, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষা উপদেষ্টা লেখক জেসমিন মুন্নী, চাঁদপুর সদর মডেল থানার এস আই আল আমিন ফয়সাল, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলী আহসান মিজি, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য সেলিম পাটওয়ারী বাবুল, আশিকাটি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী শাহজাহান হোসেন, আল আরাফা জামে মসজিদ কমিটির সভাপতি মো. মনির হোসেন মিজি।
মরহুম আলহাজ্ব এম এম নুরুল হক এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়, মনজুরা ইসলামীয়া ও লিল্লাহ বোর্ডিং এতিমখানা মাদ্রাসা, আল আরাফাহ জামে মসজিদসহ এম এম নুরুল হক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে গেছেন। এছাড়াও কর্মজীবনে তিনি দেশের খ্যাতিমান সাতটি ব্যাংকের এমডি হিসেবে নিয়োজিত ছিলেন। জীবদ্দশায় তিনি ছিলেন দানশীল পরোপকারী ব্যক্তিত্ব। সমাজের নানা ক্ষেত্রে অসামান্য অবদান রেখে গেছেন তিনি।
স্মরণসভা শেষে এম এম নুরুল হক ফাউন্ডেশনের উদ্যােগে মনজুরুল হক শোয়েব ও তাঁর সহধর্মিণী বিশিষ্ট লেখক জেসমিন মুন্নীর ব্যক্তিগত তহবিল থেকে অত্র বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মুনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল্লা আল মামুন।
গত ২১ জুলাই ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও শিক্ষকদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতার জন্যে বিশেষ ভাবে দোয়া করা হয়।