প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ১২:৫৭
ডিবি পুলিশ পরিচয়ে গাজীপুরে ৫৫ লাখ টাকা ছিনতাই, আহত ১
ঘটনাটি অস্বাভাবিক এবং চাঞ্চল্যকর
গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ডিবি পুলিশের পরিচয়ে একটি মাইক্রোবাস থামিয়ে প্রাণ-আরএফএল কারখানার ৫৫ লাখ ৪০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারখানার ক্রেডিট রিয়ালাইজেশন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন আহত হয়েছেন।
|আরো খবর
সোমবার (১৩ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে গাজীপুর মহানগরীর সদর থানার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
কীভাবে ঘটলো ছিনতাই?: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাণ-আরএফএল গ্রুপের ডিপো থেকে মাইক্রোবাসে করে ঢাকার বাড্ডা এলাকার প্রধান কার্যালয়ে ৫৫ লাখ ৪০ হাজার টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের পোশাক পরা দুই ব্যক্তি গাড়ি থামানোর সিগন্যাল দেয়। তাদের সঙ্গে সাদা পোশাকে আরও ৮-১০ জন ছিল।
গাড়ি থামানোর পর ছিনতাইকারীরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে মাইক্রোবাসে জাল টাকা আছে বলে দাবি করে। এ সময় চালক মুজিবুর রহমান ও কর্মকর্তা হেলাল উদ্দিনকে মারধর করে।
হাতকড়া পরিয়ে ফেলে রেখে যায় ছিনতাইকারীরা তাদের হাত-পা বাঁধা অবস্থায় বিকেল সোয়া ৩টার দিকে নগরীর বাসন থানার নাওজোড় কড্ডা ব্রিজের কাছে ফেলে রেখে পালিয়ে যায়। আহত হেলাল উদ্দিনকে উদ্ধার করে স্থানীয়রা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পুলিশের তৎপরতা: গাজীপুর সদর থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, “ঘটনাস্থলে পুলিশ তদন্ত শুরু করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ছিনতাইকারীদের শনাক্ত করতে কাজ চলছে।”
পূর্বে এমন ঘটনা ঘটেছে?: এ ধরনের ঘটনায় ডিবি পুলিশের পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা আগেও শোনা গেছে। তবে এ ঘটনায় বিপুল পরিমাণ টাকা ছিনতাই এবং পুলিশের পোশাক ব্যবহার বিষয়টিকে আরও গুরুতর করে তুলেছে।
নিরাপত্তা নিয়ে প্রশ্ন: একাধিকবার ডিবি পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতার করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এই ঘটনা দেশের নিরাপত্তা ব্যবস্থার প্রতি এক নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।
ডিসিকে/এমজেডএইচ