মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০১:০৬

ন্যাশনাল মানবাধিকার অপরাধ দমন সাংবাদিক সোসাইটি মুন্সীগঞ্জ জেলা (দক্ষিণ) ২০২৫ এর কমিটি পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাংবাদিকদের একতাবদ্ধ কণ্ঠ

অনলাইন ডেস্ক
সাংবাদিকদের একতাবদ্ধ কণ্ঠ
ন্যাশনাল মানবাধিকার অপরাধ দমন সাংবাদিক সোসাইটি মুন্সীগঞ্জ জেলা (দক্ষিণ) ২০২৫ এর কমিটি পরিচিতি ও আলোচনা সভা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ফৈনপুরে ন্যাশনাল মানবাধিকার অপরাধ দমন সাংবাদিক সোসাইটি মুন্সীগঞ্জ জেলা (দক্ষিণ) ২০২৫ কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও মানবাধিকার সুরক্ষায় করণীয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৩ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টায় এ আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন তোফাজ্জল হোসেন খান। সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইদ্রিস মস্তান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জহিরুল ইসলাম তালুকদার, মোঃ জসিম উদ্দিন শেখ, মোঃ সুমন শেখ, মোঃ সেলিম হোসেন, অ্যাডভোকেট লাইলী আক্তার, মাহবুব আলম, সান্ত্বনা বেগম, আওলাদ হোসেন টিটু, ও মোঃ লিটন।

সভায় শ্রীনগর ও লৌহজং উপজেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে মানবাধিকার সংরক্ষণ এবং সাংবাদিকদের দায়িত্ব পালন নিয়ে আলোচনা করেন।

বক্তারা মানবাধিকার রক্ষায় জনগণের সচেতনতা বৃদ্ধির গুরুত্ব এবং অপরাধ দমন সাংবাদিকতার ভূমিকা নিয়ে তাদের মতামত প্রদান করেন। সভায় মানবাধিকার সুরক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

সভা শেষে কমিটির পরিচিতি ঘোষণা করা হয় এবং উপস্থিত সবার আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়