প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৯:২৪
শ্রীনগরে কালীপূজা উদযাপন কমিটির সদস্য বডু দাস পরলোকগমন
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্যবাঘড়া মনিপাড়া কালীপূজা উদযাপন কমিটির সদস্য বডু দাস আর নেই। গত ৩০ ডিসেম্বর দিবাগত রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ও চার পুত্র সন্তান রেখে গেছেন।
|আরো খবর
বডু দাসের মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী ও তার নিকটজনদের মধ্যে গভীর শোকের অনুভূতি দেখা দেয়। ঢাকা থেকে তার মরদেহ গ্রামের বাড়ি পৌঁছালে তাকে শেষবারের মতো দেখতে আত্মীয়-স্বজনসহ এলাকার বহু মানুষ ভিড় জমান।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তার শেষকৃত্য অনুষ্ঠান ৩১ ডিসেম্বর দুপুরে নিজ বাড়ির পাশের রাস্তায় সম্পন্ন করা হয়।
বডু দাসের মৃত্যুতে এলাকায় এক শূন্যতার সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেছেন তার শুভাকাঙ্ক্ষীরা। কালীপূজা উদযাপন কমিটির পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করা হয়েছে।