শনিবার, ০৩ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ২২:৫৮

মতলব কোয়রকান্দিতে কালীপূজা, লোকনাথ মেলা ও হরিনাম সংকীর্তন ৩ জানুয়ারি থেকে শুরু

মতলব কোয়রকান্দিতে কালীপূজা, লোকনাথ মেলা ও হরিনাম সংকীর্তন ৩ জানুয়ারি থেকে শুরু
তাপস চন্দ্র সরকার

দেশমাতৃকা তথা বিশ্বের সকল জীবের শান্তি কামনায় অনুষ্ঠিত হবে শ্রীশ্রী শীতলা পূজা, শ্রী শ্রী রক্ষা কালী পূজা, লোকনাথ মেলা ও ১৬ প্রহরব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন। শনিবার (৩ জানুয়ারি ২০২৬) হতে ৭ জানুয়ারি বুধবার পর্যন্ত মতলব উত্তর উপজেলাধীন কোয়রকান্দি সার্বজনীন কালী বাড়ি ও স্বর্গীয় সুভাষ মাস্টারের বাড়ীস্থিত শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে কোয়রকান্দি যুব সংঘের আয়োজনে ১৬ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে শনিবার কোয়রকান্দি সার্বজনীন কালী বাড়ি ও লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমে প্রাঙ্গণে শ্রী শ্রী শীতলা পূজা ও শ্রী শ্রী রক্ষা কালী পূজা এবং ৪ জানুয়ারি রোববার সকাল ১০টা হতে যথাক্রমে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জীবন আদর্শ সংক্ষিপ্ত আলোচনা ও গুণকীর্তন শেষে প্রসাদ বিতরণ এবং সন্ধ্যা ৬টায় শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে শুভ অধিবাস কীর্তন ও মঙ্গল ঘট স্থাপন শেষে শ্রীমদভগবদ পাঠ। পাঠক নরসিংদী হতে আগত শ্রী অজিত চক্রবর্তী। পরদিন ৫ ও ৬ জানুয়ারি সোম ও মঙ্গলবার দুদিন ১৬ প্রহর ব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন এবং ৭ জানুয়ারি বুধবার সাতক্ষীরা হতে আগত কৃষ্ণ কাঙ্গাল সম্প্রদায়ের পরিবেশনায় শ্রীশ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন ও মহোৎসব এবং দুপুর ১২টায় শ্রীশ্রী মহাপ্রভুর ভোগরাগ ও ভোগারতি অন্তে বিকেল ৫টায় উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ শেষে নগর কীর্তন, কুঞ্জভঙ্গ, জলকেলি ও মহন্ত বিদায়।

এতে নামসুধা বিতরণ করবেন সুদূর খুলনা হতে আগত দুর্গা সম্প্রদায়, জয় গিরিধারী ও ব্রজবালক সম্প্রদায়, সাতক্ষীরা সৎ সঙ্গ ও কৃষ্ণ কাঙ্গাল সম্প্রদায় এবং গোপালগঞ্জ অনিমা অষ্টসখী সম্প্রদায়।

ওই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়