শুক্রবার, ০২ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ২১:৫৬

চাঁদের আলো, আগুনের আঁচ আর কবিতার উষ্ণতা

ফরিদগঞ্জে ডাকাতিয়ার পাড়ে শীত উৎসব

শামীম হাসান।
ফরিদগঞ্জে ডাকাতিয়ার পাড়ে শীত উৎসব

কনকনে শীত নেমে এসেছে গ্রামবাংলার বুকজুড়ে। ডাকাতিয়া নদীর পাড়ে সেই শীত যেনো আরও নিবিড়, আরও অনুভবযোগ্য। একদিকে নদীর বুক চিরে ছড়িয়ে পড়া চাঁদের নরম আলো, অন্যদিকে লাকড়ির আগুনে শীত পোহানোর উষ্ণ আঁচ। আগুনের চারপাশে গোল হয়ে বসে থাকা মানুষগুলোর হাতে গরম গরম চিতই পিঠা, সঙ্গে নানান রকম ভর্তা। রং চায়ের কাপে চুমুক দিতে দিতে বাতাসে ভেসে বেড়ায় গানের সুর। ধোঁয়া ওঠা খেজুরের রসের মিষ্টি ঘ্রাণে আর কবিতার শব্দে শব্দে মিলেমিশে যায় শীতের রাত—এ যেন এক অনিন্দ্য সুন্দর গ্রামীণ কাব্যচিত্র।

ঠিক এমন মধুর পরিবেশেই ফরিদগঞ্জ সাহিত্য সংসদের সাহিত্যপ্রেমীরা আয়োজন করেন ব্যতিক্রমধর্মী শীত উৎসব। বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) রাতে ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর (বটগাছের ওপর তালগাছ) এলাকায় ডাকাতিয়া নদীর পাড় উৎসাহ ও উদ্দীপনায় সাহিত্যের উষ্ণতায় মুখর হয়ে উঠে ।

সংগঠনের আহ্বায়ক শামীম হাসানের সভাপতিত্বে এবং ইয়াছিন দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সাহিত্য আসর যেনো ফিরে যাওয়ার এক দরজা খুলে দেয়— শৈশবের শীত, নদীপাড়ের রাত আর আগুনঘেরা গল্পের আড্ডায়। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ, সাহিত্য পর্যালোচনা এবং শীতকালীন স্মৃতির রোমন্থনের মধ্য দিয়ে সময় যেনো থমকে দাঁড়ায় কিছুক্ষণের জন্যে।

এই সাহিত্য আসরে উপস্থিত ছিলেন কবি দেওয়ান মাসুদ রহমান এবং চাঁদপুর সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক কবি জাহিদ নয়ন। আলোচনায় তাঁরা সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং বর্তমান সময়ের কবিতার ভাষা, ভাবনা ও প্রবণতা নিয়ে বিশ্লেষণ করেন। তাঁদের কথায় উঠে আসে—যান্ত্রিক জীবনের ভিড়ে সাহিত্যই মানুষকে মানুষ করে তোলে, আর কবিতাই হৃদয়ের ভাষা।

শীত উৎসব ও সাহিত্য আসর নিয়ে অনুভূতি ব্যক্ত করেন দৈনিক কালবেলা পত্রিকার ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল কাদির, সাহিত্যপ্রেমী মুহাম্মদ হোসেন এবং খাতুনে জান্নাত (রা.) দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত মোহতামিম মুহাম্মদ ফাহিম। তাঁরা বলেন, নদীর পাড়ে, প্রকৃতির কোলে এমন সাহিত্য আয়োজন কেবল বিনোদন নয়, এটি সংস্কৃতি চর্চার এক জীবন্ত পাঠশালা।

এ সময় স্বরচিত কবিতা পাঠ করেন কবি সাহেদ বিন তাহের, মোস্তাফিজুর রহমান, তানজিল হৃদয়, মুহাম্মদ শাহিন, সাহেদ হোসেন সিয়াম ও পারভেজ হোসেন। কারো কবিতায় ফুটে উঠে গ্রামবাংলার হিমেল সকাল, কারও কবিতায় শীতের রাতে হারিয়ে যাওয়া মানুষের কথা। শব্দের পর শব্দে কবিতা হয়ে উঠে আগুনের মতো উষ্ণ, নদীর মতো গভীর।

আড্ডার শেষ প্রান্তে সংগঠনের সদস্যরা খেজুরের রসের নাস্তার সঙ্গে গানের আড্ডায় মেতে উঠেন। লোকসুর আর কবিতার সুর মিলেমিশে তৈরি হয় এক অপূর্ব সাংস্কৃতিক আবহ, যা উপস্থিত সবার মনে দীর্ঘস্থায়ী এক শীতের স্মৃতি হয়ে বয়ে যায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ হেলাল উদ্দিন, খলিলুর রহমান, সৌরভ হোসেন, রায়হান হোসেনসহ স্থানীয় বহু সাহিত্য অনুরাগী। ডাকাতিয়া নদীর পাড়ে এমন সাহিত্যঘন শীত উৎসব ফরিদগঞ্জের সাংস্কৃতিক জীবনে নতুন মাত্রা যোগ করেছে—এ কথা নিঃসন্দেহে বলা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়