সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ডাকাতিয়া নদী ও সিআইপি অভ্যন্তরস্থ খাল খননসহ ৫ দফা দাবিতে সংগ্রাম কমিটির সংবাদ সম্মেলন

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৮

দুর্বৃত্তদের টার্গেট যখন ক্ষুদ্রযানের চালকেরা--

অনলাইন ডেস্ক
দুর্বৃত্তদের টার্গেট যখন ক্ষুদ্রযানের চালকেরা--

চাঁদপুর জেলায় সাম্প্রতিক সময়ে ক্ষুদ্রযানসমূহ (ইঞ্জিনচালিত রিক্সা, সিএনজি চালিত অটোরিক্সা, ব্যাটারীচালিত অটোবাইক/ইজিবাইক ও মোটরসাইকেল)-এর চালকরা দুর্বৃত্তদের টার্গেটে পরিণত হয়েছে। ফরিদগঞ্জে এক সিএনজি অটোরিক্সা চালককে, কচুয়া ও হাজীগঞ্জে দুজন অটোবাইক চালককে, চাঁদপুর পৌর এলাকার রঘুনাথপুরে এক রিকশা চালককে, মতলব উত্তরে এক বা একাধিক মোটরসাইকেল চালককে নির্মমভাবে হত্যা করে তাদের যানবাহনগুলোকে দুর্বৃত্তরা রাতের আঁধারে ছিনতাই করে নিয়ে গেছে। চালকদের লাশ উদ্ধার করা গেলেও ছিনতাইকৃত সব যানবাহন পুলিশ, পিবিআই, র‌্যাব উদ্ধার করতে পারেনি। এছাড়া অতি সম্প্রতি ফরিদগঞ্জের এক মাইক্রোবাস চালককে অপহরণ করে মুক্তিপণ হিসেবে তার আত্মীয়-স্বজন থেকে দু লক্ষাধিক টাকা আদায় করেছে দুর্বৃত্তরা। তবে তার পরিচিত অন্য চালকদের ভূমিকায় ও পুলিশের সহযোগিতায় এই চালক নিজের জীবন ও জীবিকার অবলম্বন মাইক্রোবাসটি ফেরত পেয়েছে।

এমন ঘটনাসমূহের মধ্যে মতলব দক্ষিণে শনিবার (৩০ নভেম্বর ২০২৪) রাতের আঁধারের পরিবর্তে সকালে এক চালককে শ্বাসরোধ করে হত্যা করে অটোবাইকের ব্যাটারী যেভাবে দুর্বৃত্তরা ছিনতাই করেছে, তাতে নতুন করে উদ্বেগ সঞ্চারিত হয়েছে--তাহলে কি দুর্বৃত্তরা রাতকে জয় করে দিনের আলোতেও তাদের অপকর্মে সফল হয়ে দিনকেও জয় করতে যাচ্ছে?

চাঁদপুর কণ্ঠে গতকাল প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা গ্রামের মঈনুদ্দিন (১৬) নামে এক অটোবাইক চালককে শ্বাসরোধ করে হত্যা করে অটোবাইকের ব্যাটারী চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে অটোবাইক উদ্ধার করা সম্ভব হয়েছে। আর লাশ উদ্ধার করা হয়েছে খাদেরগাঁও ইউনিয়নের বেলতী গ্রামের খালপাড় থেকে।

একটি ব্যাটারীর লোভে দুর্বৃত্তদের হাতে অটোবাইকের কিশোর চালক মঈনুদ্দিনের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ক্ষুদ্রযানের চালকদের এই অস্বাভাবিক মৃত্যুর মিছিল কবে বন্ধ হবে সেটিই দেখার বিষয়। এই ধরনের মৃত্যুরোধে করণীয় কী হতে পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেমন দিকনির্দেশনা দেয়া দরকার, ক্ষুদ্রযানের চালক ও মালিকদের সংগঠনের পক্ষ থেকে পূর্ব সতর্কতা অবলম্বনে করণীয় বিষয়ে ব্যাপক জানান দেয়া দরকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়