প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ২১:৪৫
৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাহিত্য একাডেমির প্রয়াত সদস্যদের স্মরণে মিলাদ ও দোয়া

সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে একাডেমির প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্য ও সাধারণ সদস্যদের স্মরণ করা হয়েছে। রোববার (৬ জুলাই ২০২৫) বাদ মাগরিব চাঁদপুর শহরের জোড়পুকুর পাড়স্থ সাহিত্য একাডেমি সংলগ্ন বায়তুল ফালাহ জামে মসজিদে এ উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে একাডেমির প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আল-আমিন।
|আরো খবর
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাহিত্য একাডেমির আজকের এই পথচলায় যেসব গুণীজন, লেখক, গবেষক, কবি ও সাহিত্যপ্রেমী প্রাণ ঢেলে কাজ করেছেন, তাঁদের অবদান অনস্বীকার্য। তাঁদের স্মরণ করা শুধু কর্তব্য নয়, দায়িত্ব ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। সাহিত্য একাডেমি তাদের ৪ দশকের কাছাকাছি এই দীর্ঘ সাহিত্যযাত্রায় নতুন প্রজন্মকে সাহিত্যের আলোয় আলোকিত করতে আগামীতেও কাজ করে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।