সোমবার, ০৭ জুলাই, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১৫:১৫

ড. মুহম্মদ শহীদুল্লাহ্ স্মরণে চট্টগ্রামে সেমিনার: আলেয়া বেগম লাকীকে সম্মাননা প্রদান

জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহসহ বাঙালি দার্শনিকদের জীবনকর্ম জাতীয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি

জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহসহ বাঙালি দার্শনিকদের জীবনকর্ম জাতীয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি
অনলাইন ডেস্ক

বাংলা ভাষার অন্যতম প্রধান ব্যাকরণ বিশারদ, বহু ভাষার অধিকারী, প্রখ্যাত ভাষাবিজ্ঞানী ও চিন্তানায়ক ড. মুহম্মদ শহীদুল্লাহ্-কে স্মরণ করে বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদের জাতীয় সেমিনার ৬ জুলাই (শনিবার) বিকেলে চট্টগ্রাম নগরীর এশিয়ান এসআর হোটেল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

সংস্থার উপদেষ্টা ও লেখক লায়ন দুলাল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে, বিএইচআরপি’র সভাপতি সোহেল মো. ফখরুদ-দীনের পরিচালনায় বক্তারা বলেন, বহু ভাষাবিদ, জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ’র জীবনকর্ম একসময় প্রাথমিক থেকে মাধ্যমিক শাখার ছাত্রছাত্রীদের জন্য প্রচলিত পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত ছিল। সেই জীবনকাল অনুসরণ করে ছাত্রছাত্রীরা শুদ্ধ জীবনে অনুপ্রাণিত হতে পারত। দুর্ভাগ্যবশত এখন পাঠ্যপুস্তকে ড. মুহম্মদ শহীদুল্লাহ’র জীবনী অন্তর্ভুক্ত নেই। এটি জাতির জন্য সুখকর সংবাদ নয়।

সেমিনারে বক্তারা ড. মুহম্মদ শহীদুল্লাহসহ কালজয়ী বাঙালি দার্শনিকদের জীবনকর্ম আমাদের জাতীয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি করেন।

সেমিনারের উদ্বোধন করেন বিশিষ্ট আইনবিদ রোটারিয়ান আলেয়া বেগম লাকি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউদ্দিন খালেদ চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন অতিরিক্ত পরিচালক একরাম হোসেন। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন সুফিকবি শাহজাদা সিরাজউদ্দৌলা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাষাগবেষক ডা. মআআ মুক্তাদীর ও বিশিষ্ট মানবাধিকার গবেষক মো. জহুরুল আনোয়ার। আলোচনায় অংশগ্রহণ করেন মোহাম্মদ কুতুবউদ্দিন বখতেয়ার, মো. আলমগীর হোসেন, এস এম ওসমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সরু মিয়া সিকদার, সজল দাশ, সোহেল তাজ, জিএম মামুনুর রশিদ, কবি মোহাম্মদ জুনায়েদ, শিক্ষাবিদ পাপড়ি বড়ুয়া, তারিফ হোসেন, দেলোয়ার হোসেন মানিক, নাজমুল হক শামীম প্রমুখ।

এ আয়োজনে ভাষা, সাহিত্য, ইতিহাস ও সংস্কৃতিচর্চার ধারাকে সম্মান জানানোর পাশাপাশি দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মানিত করা হয় তাঁদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য।

উল্লেখ্য, এবারের সেমিনারে বিশেষভাবে সম্মাননা জানানো হয় বিশিষ্ট আইনবিদ, গবেষক, পরিব্রাজক ও রোটারিয়ান এডভোকেট আলেয়া বেগম লাকীকে বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদ তাঁকে প্রদান করে “ড. মুহম্মদ শহীদুল্লাহ্ স্মৃতি স্বর্ণ পদক (সম্মান) ২০২৫”।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়