মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১৮:৩২

কচুয়ায় পলিটেকনিক ইনস্টিটিউটে ইসলামী ছাত্রশিবিরের ফল উৎসব

আলমগীর তালুকদার।।
কচুয়ায় পলিটেকনিক ইনস্টিটিউটে  ইসলামী ছাত্রশিবিরের  ফল উৎসব
কচুয়ায় চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মৌসুমী ফল উৎসবে উপস্থিত জামায়াতে ইসলামী কচুয়া পৌর শাখার আমীর ও কচুয়া সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মোহাম্মদ জাকির উল্লাহ শাজুলী সহ অতিথিবৃন্দ।

কচুয়ায় অবস্থিত চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট (চাঁপই)-এ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই ২০২৫) সকালে চাঁপই ক্যাম্পাসে আয়োজিক ফল উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া পৌর শাখার আমীর ও কচুয়া সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মোহাম্মদ জাকির উল্লাহ শাজুলী ।

এ সময় তিনি বলেন, ছাত্রশিবিরের পক্ষ থেকে শিক্ষার্থীদের মৌসুমী ফল পরিবেশন করাটা একটি প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে ইসলামী ছাত্রশিবির সব সময় পাশে থেকে সহযোগিতা করবে।

চাঁপই’র অধ্যক্ষ প্রকৌশলী উজ্জ্বল দাস গুপ্ত ও কম্পিউটার বিভাগের ইনস্ট্রাক্টর সৌরভ চৌধুরী মৌসুমী ফল উৎসব পরিদর্শন করেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার অফিস সম্পাদক হাফেজ মো.পারভেজ আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক মো. মাহবুব আলম, চাঁপই শাখার সভাপতি মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক মো. গোলাম মর্তুজা সৈকত, সাহিত্য সম্পাদক মো. আনাছ মজুমদার, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. রাইয়ান মুন্সি, পৌর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. আল আমিনসহ বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীগণ মৌসুমী ফল উৎসবে উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদেরকে মৌসুমের আম, কাঁঠাল, আনারস, ড্রাগন, কলা, পেয়ারা ইত্যাদি ফল পরিবেশন করা হয়। এতে করে সাধারণ শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিত ও আনন্দিত হন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়