প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ২০:০৬
১ আগস্ট বিশ্ব বন্ধু দিবসে মুক্তি পাচ্ছে ‘উড়াল’

তরুণদের বন্ধুত্ব, ভালোবাসা এবং স্বপ্নের গল্প নিয়ে আসছে সিনেমা ‘উড়াল’। এটি নির্মাণ করেছেন জোবায়দুর রহমান, যাঁর এটি প্রথম চলচ্চিত্র পরিচালনা। সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন সম্রাট প্রামাণিক। যাত্রা পার্টি ব্যানারে নির্মিত এই সিনেমার প্রযোজক হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা শরীফ সিরাজ।
|আরো খবর
গত ৫ জুলাই ‘উড়াল’-এর অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে সিনেমাটির পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারের মাধ্যমে জানানো হয়, আগামী ১ আগস্ট বিশ্ব বন্ধু দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে বন্ধুত্বের গল্পভিত্তিক এই বিশেষ সিনেমাটি।
‘উড়াল’-এর গল্প আবর্তিত হয়েছে তিন তরুণ বন্ধু ও এক তরুণীকে কেন্দ্র করে। বন্ধুত্ব, ভালোবাসা এবং সম্পর্কের নানা রঙিন বাঁক ছবির প্রতিটি দৃশ্যে ফুটে উঠবে, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।
সিনেমাটিতে অভিনয় করেছেন একঝাঁক প্রতিশ্রুতিশীল প্রতিভাবান নবীন অভিনয়শিল্পী।
তাঁদের মধ্যে রয়েছেন চাঁদপুরের কৃতী সন্তান শান্ত চন্দ্র সূত্রধর, মাহাফুজ মুন্না, সোহেল তৌফিক, কাব্যকথা, কে এম আবদুর রাজ্জাক, কবরী দাশ, রোশেন শরিফ, মীর সরওয়ার আলী মুকুল প্রমুখ।
নির্মাতা জোবায়দুর রহমান জানান, 'উড়াল' শুধু একটি সিনেমা নয়, এটি আমাদের সকলের যৌবনের গল্প, বন্ধুত্বের গল্প। আমরা এমন একটি ছবি নির্মাণের চেষ্টা করেছি, যেখানে দর্শক প্রতিটি চরিত্রে নিজের প্রতিচ্ছবি খুঁজে পাবেন। তরুণ প্রজন্মের হাসি-কান্না, সম্পর্ক ও স্বপ্নগুলো এই গল্পে প্রাণ পাবে।'
অডিশন ও ওয়ার্কশপের মাধ্যমে প্রতিটি চরিত্রের জন্যে অভিনয়শিল্পী নির্বাচন করা হয়েছে। সিনেমায় আঞ্চলিক ভাষা, সংস্কৃতি ও পরিবেশের প্রতি বিশেষ যত্ন নেয়া হয়েছে, যাতে গল্পের বাস্তবতা বজায় থাকে।
দর্শকদের প্রতি নির্মাতা বলেন, বন্ধুত্ব জীবনের অন্যতম সেরা উপহার। সেই অনুভূতিগুলো নিয়েই ‘উড়াল’। আমরা সবাই মিলে এই গল্পকে প্রাণ দেয়ার চেষ্টা করেছি। দর্শকদের ভালোবাসা আর গ্রহণযোগ্যতাই আমাদের সাফল্য। সবাইকে সিনেমা হলে আমন্ত্রণ জানাই।