বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় ওসির অপসারণের দাবিতে সড়ক অবরোধ
  •   ভারত-মিয়ানমার থেকে ৮৯৮ কোটি টাকার চাল কিনবে সরকার
  •   মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  •   মশার উপদ্রবে চাঁদপুর পৌরবাসী ॥ বাড়ছে ডেঙ্গু রোগী
  •   শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা মালিক ও চালকদের সাথে পুলিশের মতবিনিময়

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫

জলে শুধু নয়, স্থলেও কোস্ট গার্ডের সফলতা!

অনলাইন ডেস্ক
জলে শুধু নয়, স্থলেও কোস্ট গার্ডের সফলতা!

‘কোস্টগার্ডের অভিযানে ১৬শ’ কেজি জাটকা ইলিশ জব্দ’ শিরোনামটি দেখামাত্রই পাঠক ধরে নেবেন, নিশ্চয়ই নদীতে অভিযান চালিয়ে কোস্ট গার্ড এমন সফলতা পেয়েছে। কিন্তু সংবাদের গভীরে গেলে মনে হয়, আসলে তা নয়। গতকাল চাঁদপুর কণ্ঠে উপরোল্লিখিত শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে, সেটি পড়লে দেখা যায়, কোস্ট গার্ড এই সফলতা পেয়েছে নদীতে তো নয়ই, নদীর তীরেও নয়, একেবারে জনাকীর্ণ স্থলভাগে। সংবাদটিতে লিখা হয়েছে, চাঁদপুর শহরের পালবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোস্ট গার্ড।

২৮ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় দুপুরের এ অভিযানের তথ্য জানিয়েছে কোস্ট গার্ড। চাঁদপুরে কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লে. তাকিউল আহসান বলেন, পালবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন নোয়াখালী হতে চাঁদপুরগামী ১টি মিনি পিকআপ তল্লাশি করে আনুমানিক ১৬শ’ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়। পরবর্তীতে সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

প্রতি বছর মার্চ ও এপ্রিল এ দুমাস জাটকা (১০ ইঞ্চি মাপের বাচ্চা ইলিশ) রক্ষায় চাঁদপুরের পদ্মা ও মেঘনাসহ শরীয়তপুর, লক্ষ্মীপুর, ভোলা ও পটুয়াখালী জেলায় অবস্থিত নদীগুলোর ছয়টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকে। সাধারণভাবে অনেকে ভাবেন, জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল এবং মা ইলিশ রক্ষায় অক্টোবর-নভেম্বরের ২২দিন বাদে বছরের বাকি সময় জাটকাসহ নির্বিচারে নদীতে মাছ নিধনে কোনো বাধা নেই। আসলে কিন্তু তা নয়। মাছ শিকারে নিষিদ্ধ কারেন্ট জাল সহ অন্যান্য অবৈধ উপকরণ ব্যবহার যেমন নিষিদ্ধ, তেমনি জাটকাসহ মাছের পোনা মৎস্য আইনে বছরের যে কোনো সময়ে ধরাই নিষিদ্ধ। এই নিষিদ্ধ কাজটি যখনই সম্পন্ন হবে, এর সাথে সংশ্লিষ্টরা আইনগতভাবে শাস্তির মুখোমুখি হবেই এবং নিষিদ্ধ আকারের মাছ ধরলে সেগুলো জব্দ হবেই। এটা জেলেরা যেমন জানে, মৎস্য বিভাগ, নৌপুলিশ, কোস্ট গার্ডসহ জেলা-উপজেলা পর্যায়ে গঠিত টাস্কফোর্সও জানে। কিন্তু জনবল ও লজিস্টিক সাপোর্টের অভাবে কিংবা খামখেয়ালিপনায় মৎস্য বিভাগ বেআইনি উপকরণ ও বেআইনি আকারের মাছ নিধনের বিরুদ্ধে সবসময় সক্রিয়তা প্রদর্শন করতে পারে না। এমন বাস্তবতায় কোস্ট গার্ড মাঝেমধ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করে তাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, যা সবাইকে চমকে দেয় এবং থমকে দেয়। বৃহস্পতিবার চাঁদপুর কোস্ট গার্ডের আকস্মিক অভিযানে নদীতে নয়, ডাঙ্গায় পরিচালিত অভিযানে ১৬০০ কেজি জাটকা জব্দের যে সাফল্য অর্জিত হয়েছে, সেটি তেমনই। আমরা মনে করি, এমন অভিযান নৌপুলিশ, মৎস্য বিভাগ ও টাস্কফোর্সেরও চালানো উচিত। তাহলেই মৎস্য সম্পদ রক্ষায় ইতিবাচক ও কাক্সিক্ষত কিছু করা যাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়