প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ২০:২০
পুরোহিতদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন
১৮ নভেম্বর সকালে চাঁদপুর গোপাল জিউড় আখড়ায় ৯ দিনব্যাপী ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিতদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক প্রণতি রাণী দাস। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ।
|আরো খবর
৯ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ২৫ জন পুরোহিত প্রশিক্ষণ নেবেন। প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা সুমন চন্দ্র পাল। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কর্মকর্তা রুবেল চন্দ্র শীল।