প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৮:৩১
সুনামগঞ্জে ধর্ম অবমাননা ইস্যুতে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা: গ্রেপ্তার ৪া
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় ধর্ম অবমাননার ঘটনাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি, দোকানপাট এবং লোকনাথ মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর।
|আরো খবর
ঘটনার সূত্রপাত ৩ ডিসেম্বর, যখন দোয়ারাবাজার থানার মংলারগাঁও গ্রামের আকাশ দাস (২০) তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মকে অবমাননা করে একটি পোস্ট দেন। পোস্টটি মুছে ফেলা হলেও স্ক্রিনশট ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। তাৎক্ষণিকভাবে পুলিশ আকাশ দাসকে আটক করে। তবে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টায় স্থানীয়দের একটি দল উত্তেজিত হয়ে ওঠে। নিরাপত্তার স্বার্থে তাকে দোয়ারাবাজার থানায় না রেখে জেলা সদর থানায় নেওয়া হয়।
এরপর উত্তেজিত জনতা স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর, দোকানপাট এবং লোকনাথ মন্দিরে হামলা চালায়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিশৃঙ্খলা থামাতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা মাঠে নামেন।
পুলিশ জানায়, হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু করা হয়। শনিবার বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০-১৭০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
মামলার পর অভিযুক্তদের মধ্যে আলীম হোসেন (১৯), সুলতান আহম্মেদ রাজু (২০), ইমরান হোসেন (৩১) এবং শাজাহান হোসেনকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট।
এ ঘটনার পর স্থানীয় জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রশাসন বলেছে, ধর্মীয় সহিষ্ণুতা রক্ষায় সকলের সহায়তা প্রয়োজন।