শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ২০:১৩

চাঁদপুরে ইজতেমায় শনিবার আখেরি মোনাজাত

জুমার নামাজে মুসল্লিদের ঢল

স্টাফ রিপোর্টার
জুমার নামাজে মুসল্লিদের ঢল
চাঁদপুরে তাবলীগ জামাতের জেলা ইজতেমায় জুমার নামাজে মোনাজাতরত মুসল্লিগণ।

চাঁদপুরে তাবলীগ জামাতের আয়োজনে ইজতেমা মাঠে জুমার নামাজের বিশাল জামাত অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর শহরের পুরাণবাজার পূর্ব শ্রীরামদী জুট মিল প্রাঙ্গণে তাবলীগ জামাতের তিনদিনের এই জেলা ইজতেমা শুরু হয় গত বৃহস্পতিবার। শনিবার আখেরি মোনাজাত। ১৮ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত জুমার নামাজে হাজার হাজার মুসল্লি শামিল হন। দুপুর ১টা ৪৫ মিনিটে জুমার জামাত শুরু হয়। নামাজে ইমামতি করেন তাবলীগ জামাতের চাঁদপুরের মুরুব্বি মাওলানা আব্দুর রশিদ। নামাজ শেষে মোনাজাতে বাংলাদেশ তথা সমগ্র পৃথিবীর মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

১৮ অক্টোবর শুক্রবার ছিল তিন দিনব্যাপী ইজতেমার দ্বিতীয় দিন। শনিবার ১৯ অক্টোবর বেলা সাড়ে ১১টার সময় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বাদ ফজর থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী এই ইজতেমা। ইজতেমায় আমেরিকা, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কাতার, ফ্রান্স, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ফিলিস্তিন, সিঙ্গাপুর, মিশর ও মরক্কো থেকে আসা মেহমানরাও অংশগ্রহণ করেন।

তাবলীগ জামাতের চাঁদপুরের মুরুব্বি মাওলানা আব্দুর রশিদ জানান, ১৭ অক্টোবর আম বয়ানের মধ্য দিয়ে তাবলীগ জামাতের জেলা ইজতেমা শুরু হয়। শুক্রবার ঈমানের ওপর আল্লাহর একত্বাদ এবং রাসূলে পাক (সাঃ)-এর রেসালাত, আখলাক ও আখিরাতের আলোচনা করা হয়।

তিনি আরও জানান, শনিবার বাদ জোহরের আগেই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী তাবলীগ জামাতের এই জেলা ইজতেমা শেষ হওয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়