শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ১৯:৩২

বীর মুক্তিযোদ্ধা হাসান রাজা পাটওয়ারীর দাফন সম্পন্ন

ফরিদগঞ্জ ব্যুরো
বীর মুক্তিযোদ্ধা হাসান রাজা পাটওয়ারীর দাফন সম্পন্ন
ফরিদগঞ্জ দলিল লিখক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসান পাটওয়ারীর জানাজার নামাজ। ইনসেটে হাসান রাজা পাটওয়ারী।

ফরিদগঞ্জ দলিল লিখক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম হাসান রাজা পাটওয়ারী (৭৫)কে রাষ্ট্রীয় সালাম শেষে নিজ বাড়ি ভাটিরগাঁও পাটওয়ারী বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ১৬ অক্টোবর বুধবার বাদ জোহর পৌর এলাকার ভাটিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়স্থ ঈদগাহে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসানের নেতৃত্বে হাসান রাজা পাটওয়ারীকে রাষ্ট্রীয় সালাম দেয়া হয়। জানাজাপূর্ব সংক্ষিপ্ত স্মৃতিচারণে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা আলী আহাম্মেদ, দলিল লিখক সমিতির সভাপতি আঃ কাদির পাটওয়ারী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী এবং মরহুমের দুই ছেলে নোমান ও রনি। উল্লেখ্য, গত ১৫ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় হাসান রাজা পাটওয়ারী তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল (ইন্না...... রাজেউন) করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়