শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ১৯:৫৫

১২টি পূজামণ্ডপে অনুদান দিলো হাজীগঞ্জ পৌরসভা

কামরুজ্জামান টুটুল
১২টি পূজামণ্ডপে অনুদান দিলো হাজীগঞ্জ পৌরসভা
হাজীগঞ্জ পৌরসভার ১২টি পূজামণ্ডপে অনুদান প্রদান করছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। ছবি : চাঁদপুর কণ্ঠ

হাজীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকার ১২টি পূজামণ্ডপে অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজা মণ্ডপ কমিটির সদস্যদের হাতে অনুদানের অর্থ তুলে দেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীলের সভাপতিত্বে এবং পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতারের উপস্থাপনায় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে পূজামণ্ডপ প্রতি ১০ হাজার টাকা করে তুলে দেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রোটা. রুহিদাস বণিক, সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ সাহা মনা, পৌর সভাপতি রাধাকান্ত দাস রাজু, সাধারণ সম্পাদক শ্যামল সাহা সহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও পূজা মণ্ডপ কমিটির নেতাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়