শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ১৯:৫৫

১২টি পূজামণ্ডপে অনুদান দিলো হাজীগঞ্জ পৌরসভা

কামরুজ্জামান টুটুল
১২টি পূজামণ্ডপে অনুদান দিলো হাজীগঞ্জ পৌরসভা
হাজীগঞ্জ পৌরসভার ১২টি পূজামণ্ডপে অনুদান প্রদান করছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। ছবি : চাঁদপুর কণ্ঠ

হাজীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকার ১২টি পূজামণ্ডপে অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজা মণ্ডপ কমিটির সদস্যদের হাতে অনুদানের অর্থ তুলে দেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীলের সভাপতিত্বে এবং পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতারের উপস্থাপনায় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে পূজামণ্ডপ প্রতি ১০ হাজার টাকা করে তুলে দেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রোটা. রুহিদাস বণিক, সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ সাহা মনা, পৌর সভাপতি রাধাকান্ত দাস রাজু, সাধারণ সম্পাদক শ্যামল সাহা সহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও পূজা মণ্ডপ কমিটির নেতাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়