প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ১৭:৩৭
নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দাবি ও ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে
খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
চাঁদপুরে খেলাফত মজলিস, শহর শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবিতে ও ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর শহরের বাইতুল আমিন মসজিদ চত্বরে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের নেতা-কর্মী ছাড়াও শত শত ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সহ-সমাজ কল্যাণ সম্পাদক ডা. বোরহান উদ্দিন সিদ্দিকী।
খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখার সভাপতি মাওলানা সুলতান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম এবং সহ সাধারণ সম্পাদক আবু বকর খানের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের চাঁদপুর জেলা সভাপতি তোফায়েল আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, সহ সাধারণ সম্পাদক ফারুক মুহাম্মদ নোয়াইম, ইসলামী ছাত্র মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি সাইফুদ্দিনআহমদ, ইসলামি যুব মজলিসের আহ্বায়ক মাওঃ মিজানুর রহমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা যুব বিষয়ক সম্পাদক হাফেজ সেলিম রেজা, শ্রমিক মজলিসের জেলা সাধারণ সম্পাদক ডাঃ মনির হোসেন, ইসলামী যুব মজলিস জেলা শাখার সদস্য সচিব সাব্বির আহমদ, মাওলানা হুমায়ন কবির, , মাওলানা তাজুল ইসলাম, মোহাম্মদ সাইফ উদ্দিন, সিয়াম, আশেক এলাহী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের অধিকাংশ মানুষের চাহিদা দলনিরপেক্ষ নিৰ্বাচনকালীন সরকারের মাধ্যমে জাতীয় নিৰ্বাচন করা। কিন্তু সরকার পরাজয়ের ভয়ে সংবিধানের দোহাই দিয়ে একচেটিয়া নিৰ্বাচন করতে চায়। যা মানুষ মেনে নিবে না।
ফিলিস্তিনিদের উপর ইসরাইলি হামলা অবিলম্বে বন্ধ হয় এজন্য সরকারকে ঐক্যবদ্ধভাবে চাপ সৃষ্টি করতে হবে। যাতে ফিলিস্তিন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
এসময় বক্তারা কারাগারে আটক উলামায়ে কেরামদের মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবি জানান সমাবেশ থেকে।
পরে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে চিত্রলেখা প্রাঙ্গণে দুয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।