প্রকাশ : ১৬ আগস্ট ২০২১, ১৭:০৫
আবুধাবিতে নিহত হাজীগঞ্জের মাহিনের বাড়িতে শোকের মাতম
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় মো. মহিন উদ্দিন (২৪) ওরফে মহিনের বাড়িতে শোকের মাতম চলছে। মহিনের হঠাৎ মৃত্যু সংবাদ এসে তার বাড়িতে পৌঁছলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। বিশেষ করে নিহতের নববধুর গগনবিদারী কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে। এর আগে গত রোববার দিনগত রাতে আবুধাবির আবু সাকারা নামক এলাকায় সড়ক দুর্ঘটনা গাড়ি দুর্ঘটনায় মহিনের মৃত্যু ঘটে। মাহিন হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের আস্কর বাড়ির সফি উল্যার ছেলে। সে আবুধাবিতে ফার্নিচার ও পর্দার কাপড় সাপ্লাইয়ের কাজ করতো।
|আরো খবর
নিহত মহিন উদ্দিনের বাবা সফি উল্যাহ চাঁদপুর কন্ঠকে কান্না জড়িত কন্ঠে জানান, ছেলে সম্প্রতি ছুটিতে আসলে আমরা অনুষ্ঠান করে তাকে বিয়ে করাই। বিয়ের কয়েকদিন পর তার কমর্মস্থল আবুধাবিতে চলে যায়। ছেলেকে বিয়ে করিয়ে বিদেশ পাঠিয়েছি। তার ভাগ্য এমন হবে ভাবতেও পারিনি। দূর্ঘটনার পরেই তার সাথে থাকা লোকজনের মাধ্যমে মহিনের মৃত্যুর খবর পেয়েছি। তিনি কান্নাজড়িত কন্ঠে আরো বলেন, সরকারের কাছে আমি আমার ছেলের লাশটা ভিক্ষা চাই,আর কিছুই চাইনা।