প্রকাশ : ১১ নভেম্বর ২০২১, ০০:০০
আজ চাঁদপুরের নয় ইউনিয়ন পরিষদের নির্বাচন
চেয়ারম্যান পদে ভোট হবে সাতটিতে
আজ ১১ নভেম্বর বৃহস্পতিবার চাঁদপুর জেলার সদর উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়নে আজ জনগণের ভোটে তৃণমূলের জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। আগামী পাঁচ বছরের জন্য ইউনিয়নের জনগণ আজ তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। আর এই নির্বাচিত জনপ্রতিনিধিগণ আগামী পাঁচটি বছর জনগণের সুখ-দুঃখে পাশে থাকবেন, ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখবেন। এমনটাই প্রত্যাশা জনগণের।
|আরো খবর
স্থানীয় সরকারের প্রথম স্তর ‘ইউনিয়ন পরিষদ’ নির্বাচন-২০২১ এর দ্বিতীয় ধাপের নির্বাচনের ভোটগ্রহণ আজ দেশের বেশ কয়েকটি জেলার উপজেলাগুলোতে হচ্ছে। তার মধ্যে চাঁদপুর জেলায় হচ্ছে শুধু সদর উপজেলার নয়টি ইউনিয়নে। যদিও এ উপজেলায় ইউনিয়ন হচ্ছে ১৪টি। ১৪টির মধ্যে লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের নির্বাচন আরো প্রায় ছয় মাস আগে প্রথম ধাপের তফসিলে হয়ে গেছে। বাদবাকি ১৩টির মধ্যে ১০টির নির্বাচন দ্বিতীয় ধাপের তফসিলে ঘোষণা হয়। সে তফসিলের ভোটগ্রহণই হচ্ছে আজ। তবে ১০টি ইউনিয়নের তফসিল ঘোষণা হলেও শেষ সময়ে এসে হানারচর ইউনিয়নের নির্বাচন মহামান্য হাইকোর্ট ৮ সপ্তাহের জন্য স্থগিত করে। হানারচরের বর্তমান চেয়ারম্যান আঃ সাত্তার রাঢ়ীর একটি রিটের প্রেক্ষিতে হাইকোর্ট এ ইউনিয়নের নির্বাচন ৮ সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করে। তাই আজ সদর উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। নয়টি ইউনিয়ন হচ্ছে : বিষ্ণুপুর, আশিকাটি, শাহমাহমুদপুর, রামপুর, মৈশাদী, তরপুরচণ্ডী, বাগাদী, বালিয়া ও চান্দ্রা। এই নয়টির মধ্যে আবার চেয়ারম্যান পদে ভোট হবে সাতটিতে। অর্থাৎ রামপুর ও তরপুরচণ্ডী ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। তাই এ দুটি ইউনিয়নে শুধু মেম্বার ও সংরক্ষিত ওয়ার্ডে মহিলা মেম্বার পদে আজ ভোট হবে। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত দুই চেয়ারম্যান হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত।
চাঁদপুর জেলা নির্বাচন অফিস সূত্রে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, আজকে যে নয়টি ইউনিয়নে ভোট হবে সে নয়টিতে মোট প্রার্থী হচ্ছেন মোট ৩৮৪ জন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন (সাতটিতে) ৩১ জন, সাধারণ ওয়ার্ডে মেম্বার প্রার্থী ২৮২ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে মহিলা মেম্বার প্রার্থী হচ্ছেন ৭১ জন। এই নয়টি ইউনিয়নে মোট ভোটার হচ্ছে ১ লাখ ৫৭ হাজার ৩শ’ ৩৬ জন। নয়টি ইউনিয়নে মোট কেন্দ্র হচ্ছে ৮১টি। এই ভোটারগণ আজ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন।
আজ সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ শেষে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করবেন।
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁদপুরের প্রশাসন সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম থাকবে সক্রিয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য তৎপর থাকবেন। প্রতি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ এবং আনসার সদস্য থাকবে। এক কথায় শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ করতে প্রশাসন সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে।
এদিকে এ নির্বাচনে দেশের একটি বড় রাজনৈতিক দল বিএনপি অংশ না নেয়ায় অনেকটা নিরুত্তাপ নির্বাচন হতে যাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে জনসাধারণের কাছে। তবে বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ না নিলেও প্রায় সকল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাদের দলের প্রার্থী রয়েছে। কিন্তু তাদের প্রচার-প্রচারণা তেমন একটা ছিল না বললেই চলে। তাই নির্বাচনী মাঠ বলতে গেলে একচেটিয়া সরকার দলের দখলেই ছিল। আর নির্বাচিতও হবেন সরকার দলের প্রার্থীরা। এমনটাই মনে করছেন জনগণ এবং নির্বাচন নিয়ে মাঠে যারা পর্যবেক্ষণ করছেন তাঁরা।