শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২১, ১৫:৩২

নারায়ণপুর ডিগ্রি কলেজে শেখ রাসেল দেয়ালিকা'র উদ্বোধন

মুহাম্মদ আরিফ বিল্লাহ
নারায়ণপুর ডিগ্রি কলেজে শেখ রাসেল দেয়ালিকা'র উদ্বোধন

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্ম দিবস উপলক্ষে শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন করা হয়েছে।

গত ৩০ অক্টোবর সকাল ১১ টায় কলেজের একাডেমিক ভবনের নিচতলায় শেখ রাসেল দিবস ২০২১ উপলক্ষে শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন করা হয়।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন দেয়ালিকার উদ্বোধন করেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস মো. শাহেদ খালেদ প্রধান শামসু, মো. আবু সায়েম মাস্টার, মো. মানিক সরকার, মো. রাসেল প্রধান, মো. গোলাম রাব্বানী, মো. ইসমাইল হোসেন প্রধান।

অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু তনয় শেখ রাসেল বঙ্গবন্ধু পরিবারের একটি অংকুরিত ফুল ছিল। যা প্রস্ফুটিত হওয়ার আগেই ঘাতকদের গুলিতে ঝরে যায়। তিনি ছাত্র-ছাত্রীদের শেখ রাসেলের ত্যাগকে জীবন গঠনের প্রেরণা হিসেবে কাজে লাগানোর আহ্বান জানান।

উল্লেখ্য শেখ রাসেল দেয়ালিকাটি নারায়ণপুর ডিগ্রি কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের নিজস্ব রচনাবলী দ্বারা সাজনো হয়।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দেয়লিকা কমিটির আহ্বায়ক ড. আফম সাইফুর রহমান ভূঁইয়া, সদস্য বিজন কুমার সরকার, মুহাম্মদ আরিফ বিল্লাহ, কুলসুম আক্তারসহ শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়