প্রকাশ : ১৭ অক্টোবর ২০২১, ২০:৫২
মা ইলিশ রক্ষায় অভিযানের ১৪তম দিনে
৬৬ লক্ষ টাকার জাল জব্দসহ ২২ জেলে আটক
মা ইলিশ রক্ষা অভিযানের চতুর্দশ দিনে পদ্মা মেঘনায় অভিযান চালিয়ে ৬৬ লক্ষ টাকার জাল জব্দসহ ২২ জেলেকে আটক পূর্বক জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় গত ৪ অক্টোবর থেকে শুরু হয়েছে নদীতে অভিযান। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বাইশ দিনব্যাপী অব্যাহত থাকবে জাতীয় সম্পদ ইলিশ রক্ষার এ অভিযান। অভিযানের ধারাবাহিকতায় ১৭ অক্টোবর বৃহস্পতিবার পদ্মা মেঘনায় ৯টি অভিযান ও ৫টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চালিয়ে ৩ হাজার ৩শ’ দৈর্ঘ্য (লক্ষ মিটার) জাল আটক করা হয়। যার মূল্য প্রায় ৬৬ লক্ষ টাকার অধিক। এ সময় চাঁদপুর সদর উপজেলার ২২ জন অসাধু জেলেকে আটকপূর্বক মোবাইল কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এ বিষয়ে জেলা মৎস্য অধিদপ্তর ৬টি মামলা করেছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা সূত্রে জানা যায়। এদিন চাঁদপুর সদরে ২টি, হাইমচর ২টি, মতলব উত্তরে ১টি, মতলব দক্ষিণে ২টি, হাজীগঞ্জে ২টিসহ মোট ৯টি অভিযান পরিচালিত হয়। অভিযানকালীন এ সকল স্থান থেকে ০.০৮৮০০ মেঃ টন ইলিশ আটক করা হয়। এদিন চাঁদপুর সদর নৌ থানা পুলিশ ৩টি স্পীড বোট জব্দ করেছে।
|আরো খবর