প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০২:৩৯
চাঁদপুর জেনারেল হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের বরণ
মানবিক সেবার আহ্বান

ছবি ক্যাপশন: আড়াই শ' শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের বরণ অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করাচ্ছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান।
ভবিষ্যৎ চিকিৎসকদের চিকিৎসাসেবার পথনির্দেশ দিতে আড়াই শ' শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হলো আবর্তনমূলক শিক্ষানবিশ কর্মসূচির (ইন্টার্নশিপ প্রোগ্রাম) পরিচিতিমূলক পাঠক্রম (ইনডাকশন কোর্স)। এটি চাঁদপুর মেডিকেল কলেজ থেকে সদ্য এমবিবিএস পাস করা ডাক্তারদের জন্যে বাধ্যতামূলক এক বছর মেয়াদী ইন্টার্ন প্রশিক্ষণের সূচনা।
|আরো খবর
রোববার (১২ অক্টোবর ২০২৫) সকালে হাসপাতালের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্য রাখেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান। তিনি শিক্ষানবিশ চিকিৎসকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি চিকিৎসকদেরকে চিকিৎসা সংক্রান্ত দক্ষতা অর্জনের পাশাপাশি রোগীদের প্রতি সহানুভূতিশীল ও মানবিক হওয়ার ওপর জোর দেন।
ডা. মাহবুবুর রহমান বলেন, "এই শিক্ষানবিশকাল আপনাদের পেশাগত জীবনের সবচেয়ে কঠিন, তবে মূল্যবান অধ্যায়। এই এক বছরে আপনারা হাতে-কলমে শিখবেন কীভাবে জটিল পরিস্থিতি সামাল দিতে হয়। আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, পেশাদারিত্বের পাশাপাশি আপনাদের প্রধান কাজ হবে রোগীর প্রতি সর্বোচ্চ মানবিকতা দেখানো এবং নিষ্ঠার সাথে দেশের মানুষের সেবা করা।"
হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈয়দ আহমেদ কাজলের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাহেলা নাজনীন, ড্যাব চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক ও জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোবারক হোসেন চৌধুরী, চাঁদপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ডা. জাহাঙ্গীর আলম, ড্যাব চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. মাহাবুবুল আলম, চাঁদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. হারুন অর রশিদ, প্রবীণ চিকিৎসক ডা. এমএ গফুর ও হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডা. মুনতাকিম হায়দার রুমি। উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান (সার্জারি) ডা. হাসানুর রহমান, সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম সোহেল, সহকারী অধ্যাপক ডা. নোমান হোসেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. আব্দুল আজিজ মিয়া, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. সোহেল আহমেদ, জুনিয়র কনসালটেন্ট ডা. আসিফ ইকবাল, জুনিয়র জনসালটেন্ট (সার্জারি) ডা. নূরে আলম মজুমদার, সহকারী রেজিস্ট্রার (মেডিসিন) ডা. জিএম ফারুকসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও শিক্ষানবিশ চিকিৎসকরা।
নতুন শিক্ষানবিশ চিকিৎসকরাও এই পরিচিতি সভা থেকে তাদের কর্তব্য এবং দায়িত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করেন এবং সফলভাবে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ডিসিকে /এমজেডএইচ