বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০১ মে ২০২৫, ০০:৫৭

আজ মহান মে দিবস

স্টাফ রিপোর্টার
আজ মহান মে দিবস

আজ মহান মে দিবস। দিনটি গোটা বিশ্বে ‘মে ডে’ তথা শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বিশ্বজুড়ে শ্রমিকদের ঐতিহাসিক সংগ্রাম ও অর্জনের কথা মনে করিয়ে দিতে দিনটি পালিত হয়।

কাজের পরিবেশ আরো উন্নত করা এবং ট্রেড ইউনিয়নকে শক্তিশালী করার দাবিতে বিশ্বজুড়ে এদিন নানা কর্মসূচি পালন করা হয়। শুরুর দিকে এ দিবসটি বিভিন্ন সামাজিক ও সমাজতান্ত্রিক সংস্থা এবং শ্রমিক সংগঠনগুলো পালন করতো। বর্তমানে সকলেই এই দিবসটি পালন করে।

মহান মে দিবস-২০২৫-এর এবারের প্রতিপাদ্য- ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’। দিবসটি পালন উপলক্ষে চাঁদপুরে জেলা প্রশাসন, সরকারি শ্রমকল্যাণ কেন্দ্র, বিভিন্ন শ্রমিক ইউনিয়ন এবং রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে।

১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকরা যে আত্মাহুতি দিয়েছিলো তাদের সে আত্মত্যাগের সম্মানে বাংলাদেশসহ সারাবিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়