প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ১৮:০৮
বিশিষ্ট আইনজীবী ও সাবেক উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে দেশজুড়ে শোক
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, সাবেক অ্যাটর্নি জেনারেল এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এএফ হাসান আরিফ আর নেই। শুক্রবার বিকেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
|আরো খবর
হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকদের চেষ্টার পরেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর আইনজীবী সমাজসহ দেশের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
এএফ হাসান আরিফ ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০০৮-২০০৯ সালে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারে আইন, ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
তার পেশাগত জীবন ছিল বর্ণাঢ্য। দেশের আইন ব্যবস্থার উন্নয়নে তার অসামান্য অবদান রয়েছে। সমাজ ও রাষ্ট্রের প্রতি তার প্রতিশ্রুতি এবং অবদানের জন্য তিনি আজও স্মরণীয়।
তার মৃত্যুর খবরে দেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তার বন্যা বইছে। বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তার প্রস্থান দেশের আইন ব্যবস্থায় এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে।
আইনজীবী সমাজ এবং জনগণের প্রতি তার জীবন ও কর্ম থেকে অনুপ্রেরণা গ্রহণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দেশের সর্বস্তরের মানুষ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে।