শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:০০

মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সাথে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

আব্দুল মান্নান সিদ্দিকী
মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সাথে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ মুন্সীগঞ্জ জেলায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার এর সাথে৮সেপ্টেম্বর সকালে সৌজন্য সাক্ষাতে হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা শাখার আমির আ. জ. ম. রুহুল কুদ্দুস এর নেতৃত্বে ,

এ সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,

জেলা নায়েবে আমির মাওলানা নুরুল হক পাটোয়ারী, জেলা সেক্রেটারি এ কে এম ফখরুদ্দিন রাজি, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল মালেক, সদর থানা আমির নুরুল আমিন সিকদার, টঙ্গীবাড়ী উপজেলা আমির মাওলানা মুহাম্মদ আব্দুল বারী, মিরকাদিম পৌরসভার আমির ডাক্তার ইব্রাহীম দেওয়ান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি খিজির আব্দুস সালাম, জেলা কর্ম পরিষদ সদস্য আহসানুল্লাহ মন্ডল, মাওলানা মাকসুদুর রহমান, মুন্সিগঞ্জ সদর থানা নায়েবে আমির মাওলানা এ কে এম ইউসুফ মুন্সিগঞ্জ, পৌরসভা সেক্রেটারি উজ্জল হোসেন শেখ, মিরকাদিম পৌরসভার সেক্রেটারি মাওলানা গোলাম জিলানী, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, জেলা সেক্রেটারি মোহাম্মদ আল-আমিন, মুন্সিগঞ্জ সদর থানা সেক্রেটারি মোঃ মজনু দেওয়ান , সদর উপজেলা বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল, মুন্সীগঞ্জ মিডিয়া ফোরাম এর সভাপতি মো. মমিন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির লস্কর সহ প্রমুখ।

মত বিনিময় সভায় জেলা আমির আ. জ. ম. রুহুল কুদ্দুস বলেন মুন্সিগঞ্জ জেলার আইন শৃঙ্খলার উন্নতির জন্য যেকোনো ধরনের সহযোগিতা করতে বাংলাদেশ জামাতে ইসলামী সব সময় পাশে থাকবে।

পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জামায়াত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং বলেন, সকল শ্রেণীর মানুষই বৈষম্যের শিকার ছিল এখন আমরা চাই বৈষম্য মুক্ত একটি সমাজ গড়তে এ জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

সভার শুরুতে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার কে মুন্সীগঞ্জ জেলা জামায়াতের পক্ষ থেকে ফুল এবং এক সেট বই তার হাতে তুলে দেন নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়