শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ২২:২১

চাঁদপুরে গণজমায়েত ও সনাতনীদের প্রতিবাদ

মিজানুর রহমান
চাঁদপুরে গণজমায়েত ও সনাতনীদের প্রতিবাদ

সারাদেশসহ চাঁদপুরের বিভিন্ন স্থানে হাসিনা সরকারের পদত্যাগের পর সংখ্যালঘু হিন্দু ধর্মালম্বীদের বাড়ি ঘরে হামলা, লুটপাট, হুমকি ধমকি ও অগ্নিসংযোগের প্রতিবাদে চাঁদপুরে সনাতনী ছাত্র জনতা ঐক্যের ব্যানারে গণজমায়েত সভা ও মিছিল করা হয়।

১২ আগস্ট সোমবার বিকালে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসাবে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ৮ দফা দাবি তুলা হয় এবং তা বর্তমান অন্তর্বতী সরকার মেনে না নিলে পরবর্তীতে আরও কর্মসূচী দেয়া হবে বলে এখান থেকে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন।

এর আগে সনাতনী শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হয়। পরে সেখান হতে সনাতনীদের মিছিল নিয়ে শিক্ষার্থীরা শহরের কালীবাড়ি শপথ চত্ত্বর মোড়, চিত্রলেখার মোড়, ছায়াবানী হয়ে পুনরায় শহীদ মিনারে এসে মিছিল শেষ করে।

সনাতনী ছাত্র জনতা ঐক্যের সমন্বয়ক প্রান্ত বলেন, রাজপথে আমাদের দাবী জানানো এই দেশের নাগরিক হিসেবে আমাদের অধিকার। আমরা এ দেশে বৈষম্য নয় বরং বাঙ্গালীরা যে যে ধর্মেরই হউক একি সূত্রে গাঁথা এমনটাই জানাতে চাই সবসময়। আমাদের পাশে সবাই সবসময় এগিয়ে আসবেন এমনটা প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়