মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মিশরে ঈদে মিলাদুন্নবীর ঐতিহ্য ‘আরুসাত-আল-মোলিদ’ : জন্মদিনের পুতুল
  •   'বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার রাজনৈতিক শক্তির বিকাশ অপরিহার্য'
  •   চাঁদপুরের ২৪তম পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব
  •   ফরিদগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা
  •   ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ০০:৪১

কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ‘কমপ্লিট শাটডাউন'

ঢাবি হল ছেড়েছেন শিক্ষার্থীরা, থমথমে পরিবেশ

অনলাইন ডেস্ক
কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ‘কমপ্লিট শাটডাউন'

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, সকল শিক্ষার্থী আবাসিক হলগুলো ত্যাগ করেছেন। পুরা ক্যাম্পাস এখন বলতে গেলে ফাঁকা। আর আন্দোলনকারীরা নতুন কর্মসূচী ঘোষণা করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আগামীকাল বৃহষ্পতিবার সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছেন। তারা ঘোষণা দেন, আগামীকাল ‘শুধু হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া কোন প্রতিষ্ঠানের দরজা খুলবে না, এ্যাম্বুলেন্স ছাড়া সড়কে কোন গাড়ি চলবে না।’

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে এবং চারপাশে বিপুল পরিমাণে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বর এলাকায় শিক্ষার্থীদের লক্ষ্য করে ছোঁড়া টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড অন্তত দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ ও পাঁচজন সাংবাদিকসহ অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

আহত দুই শিক্ষার্থী হলেন আফসানা জুঁই ও আব্দুল হান্নান মাসুদ। তারা জানান, গায়েবানা জানাজা শেষে তারা ‘শান্তিপূর্ণভাবে কফিন মিছিল’ নিয়ে যাচ্ছিলেন। তখন তাদের ‘লক্ষ্য করে’ দুইদিক থেকে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।

আহত সাংবাদিকদের মধ্যে আছেন দৈনিক কালবেলার জনি রায়হান ও আকরাম হোসেন, দৈনিক আলোকিত প্রতিদিনের ইমরান হোসেন ও নিউজ প্রভাতের হুমায়ুন আহমেদ।

একই এলাকায় কোটা আন্দোলনকারীদের মারধরে আহত হয়েছেন বলে জানিয়েছেন সময় টিভির চিত্রগ্রাহক রতন।

ওই সময় নীলক্ষেত এলাকায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মারধরের শিকার হওয়ার কথা জানিয়েছেন ঢামেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক পুলিশ সদস্য।

এর আগে, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম দফায় ও দ্বিতীয় দফায় ভিসি চত্বরের সামনে গায়েবানা জানাজা পড়েন। এরপর তারা কফিন মিছিল নিয়ে ভিসি চত্বর থেকে টিএসসির দিকে রওনা দিলে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে।

শিক্ষার্থীরা হল থেকে বাড়ি যাওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে মারধর করার অভিযোগ উঠেছে। কাটাবন, নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে তারা শিক্ষার্থীদের তল্লাশি ও মারধর করেন বলে অভিযোগ।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ তাদের নতুন কর্মসূচী ঘোষণা করেছেন।

এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে উপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল ১৮ই জুলাই সারাদেশে "কমপ্লিট শাটডাউন" ঘোষণা করছি।’

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ তাদের নতুন কর্মসূচী ঘোষণা করেছেন।

এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে উপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল ১৮ই জুলাই সারাদেশে "কমপ্লিট শাটডাউন" ঘোষণা করছি।’

"শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোন প্রতিষ্ঠানের দরজা খুলবে না, এ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোন গাড়ি চলবে না। সারাদেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালকের কর্মসূচি সফল করুন।"

‘আমাদের অভিভাবকদের বলছি, আমরা আপনাদেরই সন্তান। আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এই লড়াইটা শুধু ছাত্রদের না, দলমত নির্বিশেষে এদেশের আপামর জনসাধারণের।’

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়