শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০০:০০

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন

বাছাইয়ে চাঁদপুর সদর হাজীগঞ্জ ও শাহরাস্তির চারজনের মনোনয়ন বাতিল

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
বাছাইয়ে চাঁদপুর সদর হাজীগঞ্জ ও শাহরাস্তির চারজনের মনোনয়ন বাতিল

চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে দাখিলকৃত মনোনয়নপত্র বাছাইয়ে চারজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এই চারজনের মধ্যে একজন চেয়ারম্যান প্রার্থী, দুইজন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও একজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। চেয়ারম্যান প্রার্থী হলেন সদর উপজেলার রাকিব মাঝি। আর ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন সদর উপজেলার মোঃ হারুন অর রশিদ হাওলাদার ও শাহরাস্তি উপজেলার মোঃ নূর আলম। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন হাজীগঞ্জ উপজেলার রাবেয়া আক্তার। এদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী রাকিব মাঝি তাঁর দাখিলকৃত মনোনয়নপত্রে মামলা সংক্রান্ত তথ্য উল্লেখ করেননি। যা তথ্য গোপন এবং অসম্পূর্ণ মনোনয়ন ফরম দাখিল বলে বিবেচিত হওয়ায় নির্বাচনী বিধিমালা অনুযায়ী রিটার্নিং অফিসার তাঁর মনোনয়ন বাতিল ঘোষণা করেন। একই অভিযোগে বাতিল করা হয় সদর উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ হারুন অর রশিদ হাওলাদারের মনোনয়ন।

এছাড়া হাজীগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাবেয়া আক্তার এবং শাহরাস্তি উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ নূর আলমের হলফনামায় স্বাক্ষর না থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়। এই চারজনের মনোনয়ন বাতিল হওয়ার পর এই তিন উপজেলায় প্রার্থী রইলো ২৬ জন। চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন। তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী সবার জন্যই আপিলের সুযোগ রয়েছে। আপিল কর্তৃপক্ষ হচ্ছেন জেলা প্রশাসক, চাঁদপুর। আপিল করতে হবে ২৪ থেকে ২৬ এপ্রিলের মধ্যে, আর আপিল নিষ্পত্তি হবে ২৭ থেকে ২৯ এপ্রিল।

গতকাল ২৩ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হয়। বাছাই কার্যক্রম সম্পন্ন করেন রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এসএম মোসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত ও সদর উপজেলা নির্বাচন অফিসার জামশেদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলসহ সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ।

বাছাইয়ে বৈধ হওয়া প্রার্থীরা হলেন : চাঁদপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে মোঃ মিজানুর রহমান, আইয়ুব আলী বেপারী, হুমায়ুন কবির সুমন ও নূরুল ইসলাম নাজিম দেওয়ান। ভাইস চেয়ারম্যান পদে আবুল বারাকাত রেজওয়ান ও নূরুল হায়দার সংগ্রাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেবেকা সুলতানা মুন্না ও শিপ্রা দাস।

হাজীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মোঃ আবু সুফিয়ান, মোঃ জসিম ও মোঃ হেলাল উদ্দিন। ভাইস চেয়ারম্যান পদে গোলাম ফারুক মুরাদ ও সুমন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মির্জা শিউলি ও রুবি বেগম।

শাহরাস্তি উপজেলায় চেয়ারম্যান পদে ওমর ফারুক, কামরুজ্জামান মিন্টু ও মুকবুল হোসেন পাটওয়ারী। ভাইস চেয়ারম্যান পদে তোফায়েল আহমেদ ইরান, ইব্রাহিম খলিল, ইমদাদুল হক ও ওমর ফারুক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামরুন্নাহার, নাজমুন্নাহার, শাহনাজ ও হাসিনা আক্তার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়