শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ২০:৪৫

চাঁদপুর সদর হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় ৩০ জনের মনোনয়নপত্র জমা

আগামী ২৩ এপ্রিল যাচাই-বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল

মিজানুর রহমান
চাঁদপুর সদর হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় ৩০ জনের মনোনয়নপত্র জমা

আগামী ২১ মে অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি তিন উপজেলায় মোট ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, দ্বিতীয় ধাপের চাঁদপুর জেলার ৩টিসহ ১৬০টি উপজেলা নির্বাচনে রোববার (২১ এপ্রিল) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। অনলাইনের মাধ্যমে ওই তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন এবং মহিলাদের জন্য সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (২১ এপ্রিল) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রির্টানিং অফিসার বশির আহমেদ। তিনি বলেন, এই তিন উপজেলায় ৩০ জন প্রার্থীর মনোনয়নপত্র চূড়ান্তভাবে জমা হয়েছে।

চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন অ্যাডঃ মোঃ হুমায়ুন কবির সুমন, মোঃ আইয়ুব আলী বেপারী, মোঃ রাকিব মাঝি, মিজানুর রহমান কালু ভূঁইয়া ও মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান। ভাইস চেয়ারম্যান পদে আবুল বারাকাত মোঃ রেজওয়ান, মোঃ নুরুল হায়দার সংগ্রাম, মোঃ হারুনুর রশিদ হাওলাদার ও মোঃ মাইনুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেবেকা সুলতানা মুন্না ও শিপ্রা দাস।

হাজীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মোঃ আবু সুফিয়ান মজুমদার, মোহাম্মদ হেলাল উদ্দিন, মোঃ জসিম, গাজী মাঈনুদ্দিন, মোঃ এরশাদ হোসাইন। ভাইস চেয়ারম্যান পদে সুমন, গোলাম ফারুক মুরাদ, মোঃ মাসুদ ইকবাল, মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুবি বেগম, রাবেয়া আক্তার ও মির্জা শিউলি পারভীন।

শাহরাস্তি উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মোঃ ওমর ফারুক, মোঃ কামরুজ্জামান মিন্টু, মোহাম্মদ মকবুল হোসেন পাটোয়ারী, মোঃ মাসুদ আলম ও মোহাম্মদ ওমর ফারুক। ভাইস চেয়ারম্যান পদে মোঃ ইব্রাহীম খলিল, তোফায়েল আহমেদ ইরান, মোঃ ইমদাদুল হক, মোঃ নুর আলম, মোঃ ওমর ফারুক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমুন নাহার, হাছিনা আক্তার, কামরুন্নাহার ও হনুফা আক্তার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়