রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪, ১৮:২৯

আজ চৈত্র সংক্রান্তি, পহেলা বৈশাখ কাল

স্টাফ রিপোর্টার
আজ চৈত্র সংক্রান্তি, পহেলা বৈশাখ কাল

চৈত্র সংক্রান্তি বা চৈত্র মাসের শেষ দিন আজ শনিবার (১৩ এপ্রিল)। বাংলা মাসের সর্বশেষ দিনটিকে সংক্রান্তির দিন বলা হয়।

এছাড়াও রবিবার (১৪ এপ্রিল) পয়লা বৈশাখ, নতুন বাংলা নববর্ষ ১৪৩১।

আবহমান বাংলার চিরায়িত বিভিন্ন ঐতিহ্যকে ধারণ করে আসছে এই চৈত্র সংক্রান্তি। বছরের শেষ দিন হিসেবে পুরাতনকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করার জন্য প্রতিবছর চৈত্র সংক্রান্তিকে ঘিরে থাকে বাঙালির নানা আয়োজন।

সারা দেশের ন্যায় চাঁদপুরেও চৈত্র সংক্রান্তি হয়েছে। শনিবার সারাদিন দেনা পাওনার পুরনো হিসাব চুকিয়ে এবং ব্যবসা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন কাজের মধ্যে দিয়ে চৈত্র সংক্রান্তি দিনটি অতিবাহিত করেন বিভিন্ন শ্রেণী ব্যবসায়ীরা। এ সময় তারা চৈত্র সংক্রান্তির মাধ্যমে পুরনো বছরকে বিদায় জানাবার জন্য নতুন হিসাবের শুভ হালখাতা সংগ্রহ করেন। মিষ্টির দোকানে আগেভাগেই অর্ডার করে রাখেন পহেলা বৈশাখের দই মিষ্টি। চৈত্র সংক্রান্তি উপলক্ষে দেশের বিভিন্ন গ্রামগঞ্জে নানা ধরনের মেলা ও উৎসব হয়। হালখাতার জন্য ব্যবসাপ্রতিষ্ঠান সাজানো হয়।

আজ রবিবার (১৪ এপ্রিল) সফলতা ও সমৃদ্ধির প্রত্যাশায় দেখা দেবে নতুন ভোর। পুরনো বছরের সব জরাজীর্ণতা মুছে ফেলে বাঙালি মিলিত হবে পহেলা বৈশাখের সর্বজনীন উৎসবে। 

জরাজীর্ণতা, ক্লেশ ও বেদনার সব কিছুকে বিদায় জানানোর পাশাপাশি আলোর পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার থাকবে গোটা চাঁদপুরবাসীর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়