শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ১৮:৩৯

ঘূর্ণিঝড় হামুন : চাঁদপুর থেকে লঞ্চসহ সব নৌযান চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার
ঘূর্ণিঝড় হামুন : চাঁদপুর থেকে লঞ্চসহ সব নৌযান  চলাচল বন্ধ

বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় হামুন ক্রমশ উপকুলের দিকে প্রবল বেগে এগিয়ে আসতে থাকায় এবং এর তীব্রতা বাড়তে থাকায়৭ নম্বর বিপদ সংকেতের আওতায় চাঁদপুর থেকে লঞ্চসহ সকল ধরণের নৌযান চলাচল বন্ধ ঘোষণ করেছে বিআইডব্লিউটিএ কতৃপক্ষ।

২৪ অক্টোবর মঙ্গলবার বিকাল ৫টায় বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর নদী বন্দর কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন।

বিআইডব্লিউটিএ চাঁদপুর কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে ঘূর্ণিঝড় হামুন জন্য ৭ নম্বর মহাবিপদ সংকেত জারি করে ফেলেছে। আর এই ৭ নম্বর মহাবিপদ সংকেতের মানে হচ্ছে বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ মাত্রার ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। এতে ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার হতে ১১৭ কিলোমিটার এর বেশি হতে পারে। যা আগামীকাল বুধবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার পর মধ্যরাতের ভেতর যে কোনো সময় ঝড়টি উপকূলে আঘাত হানতে পারে।প্রচণ্ড ঝড়টি বন্দরকে বামদিকে রেখে উপকুল অতিক্রম করবে।

এ বিষয়ে চাঁদপুর লঞ্চঘাটে গিয়ে দেখা যায় ছোট বড় সকল লঞ্চ চলাচল আরও আগে থেকেই আতঙ্ক বাড়ায় বন্ধ রাখা হয়েছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক মোঃ শাহাদাত হোসেন বলেন, প্রবল ঘূর্ণিঝড় “হামুন” এর কারণে চাঁদপুর নদী বন্দর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা-চাঁদপুর, চাঁদপুর-নারায়ণগঞ্জ, ঢাকা চাঁদপুর ভায়া শরিয়তপুর, মজু চৌধুরীর হাট (লক্ষীপুর), ইলিশা ঘাট (ভোলা) নৌ-পথের সকল ধরনের লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও সকল নৌযানকে সতর্ক থেকে নদীতীরবর্তী আসতে বলা হয়েছে।

উল্লেখ্য, চাঁদপুর নৌরুট হতে ছোটবড় ২৪টি লঞ্চ নিয়মিত চলাচল করে থাকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়