প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০০:৫০
শ্রীমঙ্গলে ৮৬ বোতল বিদেশি মদ উদ্ধার
অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরিদর্শক অমর কুমার সেন

।। মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
|আরো খবর
সোমবার (২৮ জুলাই ২০২৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরিদর্শক অমর কুমার সেনের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ উত্তরসুর এলাকার অমল পাল ও শংকর পালের বাড়িতে অভিযান চালায়।
তাদের ঘর তল্লাশি করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৮৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
এ সময় অমল পাল ও শংকর পাল পালিয়ে যায়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন পলাতক আসামিদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
ডিসিকে/এমজেডএইচ