প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০০:৫৬
কারিগরি ত্রুটিতে শহরের বিভিন্ন এলাকায় চরম ভোগান্তি
রোববার রাত দশটার পর থেকে চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ

চাঁদপুর শহরের পুরাণবাজার মধুসূদন মাঠ এলাকার গৃহিণী নাজমা বেগম রাতের খাবার শেষ করে ছেলেমেয়ের জন্যে দুধ গরম করতে গিয়ে রোববার রাত আনুমানিক দশটার দিকে চুলা জ্বালাতে গিয়ে দেখেন গ্যাস নেই। হঠাৎ গ্যাস চলে যাওয়ায় তিনি বিপাকে পড়েন।
|আরো খবর
শুধু পুরাণবাজার নয়, শহরের অনেক এলাকায় ওই সময় থেকে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্তও গ্যাস ছিলো না।
শহরের কোড়ালিয়া এলাকার বাসিন্দা সাদ্দাম জানান, তাদের এলাকায় গ্যাস নেই। মূলত মেইন সঞ্চালন লাইন এবং চাঁদপুরের লাইনে কারিগরি ত্রুটির ফলে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকার বিষয়টি দৈনিক চাঁদপুর কণ্ঠকে নিশ্চিত করেছেন
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চাঁদপুর আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মীর ফজলে রাব্বী।
তিনি জানান, “মেইন লাইন থেকেই গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। চাঁদপুর লাইনে সমস্যা দেখা দিয়েছে। এ ব্যাপারে কাজ চলছে। আশা করি সোমবার সকাল দশটার মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।”
— ডিসিকে/এমজেডএইচ