সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৭ জুন ২০২২, ০০:০০

প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
স্টাফ রিপোর্টার ॥

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল ১৬ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাছির উদ্দিন সরোয়ার।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফাহমিদা হকের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম নাজিম দেওয়ান। উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, বাবুরহাট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী ও আবিদা সুলতানা।

প্রজেক্টরের মাধ্যমে কর্মশালার ১০টি বিষয়বস্তু উপস্থাপন করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেলাল চৌধুরী।

কর্মশালায় নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, ডিজিটাল বাংলাদেশ, পল্লী সঞ্চয় ব্যাংক, শিক্ষা সহায়তা ও আশ্রায়ণ বিষয় সমূহে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা পরিষদের অফিস সহকারী মোঃ মামুনুর রশিদ। কর্মশালায় সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের ৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়