প্রকাশ : ১৪ জুন ২০২২, ২০:৪১
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উদযাপনে চাঁদপুরে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা
আগামী ২৫ জুন উদ্বোধন হচ্ছে স্বপ্নের পদ্মাসেতু। ওইদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যানবাহন চলাচলের জন্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন পদ্মা সেতু। এ উপলক্ষে দেশের অন্যান্য জেলার ন্যায় চাঁদপুরেও উদ্বোধন উদ্যাপিত হবে। তা সফল করতে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা করা হয়েছে।
|আরো খবর
১৪ জুন মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেন, স্বপ্নের পদ্মা সেতু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সব ষড়যন্ত্রকে হার মানিয়ে এই প্রকল্প আলোর মুখ দেখেছে। এ অর্জনের মধ্য দিয়ে আমরা উন্নত দেশ হিসেবে আরো এক ধাপ এগিয়ে যাবো। পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে বর্ণিল আয়োজন করা হচ্ছে।
জেলা প্রশাসক কামরুল হাসান সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর অধ্যক্ষ মাসুদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহাবুবুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন প্রমুখ।
সভায় বলা হয়, আগামী ২৫ জুন চাঁদপুর স্টেডিয়ামে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী, শিক্ষার্থী, সুশীল সমাজসহ বিভিন্ন পর্যায়ের লক্ষাধিক লোক সমাগমে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান জনসমুদ্রে পরিণত করতে চাঁদপুরে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।