প্রকাশ : ১১ মে ২০২২, ২২:০২
একদিনের ইলিশে চাঙ্গা চাঁদপুর মাছঘাট
বঙ্গোপসাগরে ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ ধরা পড়ছে। নিম্নচাপের প্রভাবে সাগর মোহনায় গত দুই-তিনদিন প্রচুর ইলিশ ধরা পড়েছে। সাগরের সিগন্যাল থাকায় মাছ নিয়ে ফিরে আসে ফিশিং ট্রলারগুলো । সেই সুবাদে ১১ মে বুধবার একদিনে চাঁদপুর মাছঘাটে ইলিশ বোঝাই ৮ থেকে ১০টি ফিশিংবোট এসেছে। সাগর মোহনার অর্থাৎ হাতিয়া এলাকার সেই ইলিশে হঠাৎ চাঙ্গা চাঁদপুর মাছঘাট। একদিনে প্রায় দেড় হাজার মণ ইলিশের আমদানি হয়েছে ঘাটে। তবে এই ইলিশের আকার ছোট ও মাঝারি। দামও কম গেছে।
|আরো খবর
দিনভর হাজী মালেক খন্দকার, বাবুল হাজী, শবে বরাত কোম্পানী, গফুর জমাদার, আনোয়ার গাজীর আড়তসহ ঘাটের বিভিন্ন আড়তে ইলিশের প্রাচুর্যতার দৃশ্য সরজমিনে গিয়ে দেখা যায়। সাগর কিংবা স্থানীয় নদ-নদীতে এতদিন ইলিশের তেমন দেখা মেলেনি। হঠাৎ এমন ইলিশের আমদানিতে আবারও পুরনো চেহারায় ফিরে এসেছে ইলিশ বন্দর খ্যাত চাঁদপুর মাছ ঘাট।