রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৮ জুন ২০২১, ১৯:১৮

চাঁদপুরে সিনোফার্মের ৯ হাজার ৬০০ ডোজ টিকা পৌঁছেছে

অগ্রাধিকার পাবেন মেডিকেল শিক্ষার্থী, ডাক্তার-নার্স, পুলিশ ও শশ্মান ও দাফন কাপনে জড়িতরা : সিভিল সার্জন

মিজানুর রহমান
অগ্রাধিকার পাবেন মেডিকেল শিক্ষার্থী, ডাক্তার-নার্স, পুলিশ ও শশ্মান ও দাফন কাপনে জড়িতরা : সিভিল সার্জন

চীনের সিনোফার্মের ৯ হাজার ৬০০ ডোজ করোনার (কোভিড-১৯) টিকা চাঁদপুরে এসে পৌঁছেছে। ১৮ জুন শুক্রবার সকাল সাড়ে নয়টায় সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবনের দায়িত্বে যারা আছেন তারা টিকাগুলো গ্রহণ করেন।

সিনোফার্মের এই টিকাগুলো একটি ফ্রিজার ভ্যানে করে জেলা সিভিল সার্জন কার্যালয়ে আনা হয়। এরপর টিকাগুলো ইপিআই কক্ষে নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হয়েছে।

সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ জানান, ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিশিল্ড নামের টিকা আমাদের শেষ হয়ে গেছে।নতুন করে সিনোফার্মের ৯ হাজার ৬০০ ডোজ টিকা আমাদের কাছে এসেছে। প্রথম এবং দ্বিতীয় ডোজ ৪ হাজার ৮০০ জনকে আমরা এই টিকা দিব।

তিনি বলেন,

১৯ জুন শনিবার থেকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের টিকাকেন্দ্রে টিকার প্রয়োগ শুরু হবে। মেডিকেল শিক্ষার্থী,সরকারি বেসরকারি হাসপাতালের ডাক্তার নার্স, যে সকল পুলিশ সদস্যরা বাদ পড়েছেন তারা এবং যারা শ্মশান ও দাফন কাফন এ জড়িত টিকা গ্রহণে অগ্রাধিকার পাবেন। এরপর ঠিক আছে কে গেলে আগে যারা রেজিস্ট্রেশন করেছে তাদেরকে দেওয়া হবে।

সিভিল সার্জন আরো জানান, আগের টিকায় যারা সেকেন্ড ডোজ থেকে বাদ পড়েছেন তারা এই টিকা পাবেন না। তাদের আরো চার মাস সময় আছে, ওই সময়ের মধ্যে ভারতের টিকা আসলে তারা পাবেন।

উল্লেখ্য,

চীন সরকারের উপহারের প্রথম দফার ৫ লাখ ডোজ করোনাভাইরাস প্রতিরোধী টিকা ১২ মে ঢাকায় আসে। দ্বিতীয় দফায় ১৩ জুন ৬ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়