প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২১, ২৩:৩৬
ফরিদগঞ্জে সংবর্ধনা সভায় আনন্দ বেদনাবিধূর স্মৃতি বিজড়িত আমাদের বিজয় দিবসঃ এমপি মুহম্মদ শফিকুর রহমান
ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সংসদ মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, ত্রিশ লক্ষ শহীদের রক্ত এবং ২ লক্ষ মা বোনের সম্ভ্রনের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। তাই ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের আনন্দাশ্রু ও বেদনাবিধূর বিজড়িত । সেদিন আমরা পাকহানাদারদের পরাজিত করার আনন্দে যেভাবে ভাসছিলাম , তেমনি স্বজন হারানোর বেদনাও আমাদের কুকড়ে খাচ্ছিল। তাই কর্ষ্টাজিত এই স্বাধীনতাকে আমাদের ধরে রাখার সাথে সাথে দেশকে এগিয়ে নেয়ার শপথ নিতে হবে। সেদিন আমরা যারা বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম,আমাদের উদ্দেশ্য একটাই ছিল এদেশকে স্বাধীন করতে হবে। স্বাধীনতার ৫০ বছর পর আমাদের আবারো শপথ নিতে হবে, তবে এবার আমাদের উদ্দেশ্য দেশপ্রেমের আদর্শে দেশকে এগিয়ে নিয়ে সোনার বাংলা গড়ার ক্ষেত্রে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করা।
|আরো খবর
আজ আমরা গর্বিত দেশের এই মহেন্দ্রক্ষণে জাতির পিতার কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিনত করতে কাজ করছেন। তার সহযাত্রী হিসেবে থাকতে পেরে এই জাতির কাছে আমরা কৃতজ্ঞ। দেশে যেই উন্নয়ন মহাযজ্ঞ চলছে, তার জন্য প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আমাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সর্ম্পকে জানতে হবে। তবেই তারা আগামী বাংলাদেশ গড়তে নিজেদের প্রস্তুত করতে সমর্থ হবে।
বৃহষ্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের বিজয় দিবসের আলোচনা সভায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বীরমুক্তিযোদ্ধা ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সংসদ মুহম্মদ শফিকুর রহমান একথা বলেন।
কলেজের অধ্যক্ষ হরিপদ দাসের সভাপতিত্বে ও প্রভাষক শরীফ পাটওয়ারীর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল গনি বাবুল পাটওয়ারী, মাও. শারাফত , উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ার শাহীন, যুগ্মআহ্বায়ক হেলাল উদ্দিন, আল আমিন পাটওয়ারী, আওয়ামীলীগ নেতা আ: ছাত্তার পাটওয়ারী, নজরুল ইসলাম সুমন, জানিবুল হক জুয়েল প্রমুখ।