প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ২১:৩০
আদালতের নির্দেশে তিন লাখ টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

ইলিশসহ দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় চাঁদপুর সদর থানার বিভিন্ন মামলায় জব্দকৃত বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫)
চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমানের আদেশে বিভিন্ন মামলায় জব্দকৃত মোট ২০ হাজার ৭৭২ বর্গমিটার নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস করা হয়।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ বর্দ্ধন ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নানের উপস্থিতিতে তিন লাখ টাকা সমমূল্যের অবৈধ কারেন্ট জাল ধ্বংস করা হয় ।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুল ইসলাম স্বপন বলেন, সদর নৌ থানার দায়েরকৃত বিভিন্ন মামলায় জব্দকৃত জালের তালিকা যাচাই করার পর জনসম্মুখে অগ্নিসংযোগের মাধ্যমে সেগুলো ধ্বংস করা হয়।
মৎস্য সম্পদ সংরক্ষণে আদালতের এমন কঠোর তদারকি ও নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন ও নৌ পুলিশের সক্রিয় ভূমিকা অব্যাহত থাকবে মর্মে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
The Protection and Conservation of Fish Act, 1950 অনুযায়ী বাংলাদেশে কারেন্ট জাল প্রস্তুত, বিপণন, মজুদ এবং ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়েরকৃত মামলার প্রেক্ষিতে এই জালগুলো জব্দ করা হয়।
জাতীয় মৎস্য সম্পদ রক্ষা এবং জাটকা নিধন রোধে প্রশাসনের এ ধরনের অভিযান ও কঠোর ব্যবস্থা আগামীতেও অব্যাহত থাকবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন সচেতন মহল।








